হলিউড তারকা আইরিন কারা মারা গেছেন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ২৮ নভেম্বর ২০২২

হলিউডের খ্যাতিমান তারকা আইরিন কারা আর নেই। শনিবার (২৬ নভেম্বর) তিনি ৬৩ বছর বয়সে আমেরিকার ফ্লোরিডায় পরলোক গমন করেন। ‘বিসিসি’র প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।

আইরিন কারা অভিনয় এবং গানে সমান পারদর্শী ছিলেন। তিনি ১৯৮০ সালের ‘ফেম’ সিনেমায় টাইটেল সংগীতে কণ্ঠ দিয়ে তুমুল আলোচনায় আসেন। অভিনয় ও সংগীতচর্চার পাশাপাশি আইরিন কারা গান লিখেও প্রশংসা লাভ করেন।

ইংরেজি ও স্প্যানিস ভাষায় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে গানের ভুবনে প্রবেশ করেন আইরিন কারা।

‘ফ্ল্যাশড্যান্স হোয়াট এ ফিলিং’সহ বেশ কিছু জনপ্রিয় গানের গীতিকার ও শিল্পী হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছিলেন আইরিন কারা। তিনি গান লেখা ও গাওয়ার জন্য অস্কার এবং গ্র্যামি অ্যাওয়ার্ড লাভ করেছেন। তার মৃত্যুতে বলিউডের তারকারা শোক প্রকাশ করছেন।

উল্লেখ্য, নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে ১৯৫৯ সালে জন্মগ্রহণ করেন আইরিন কারা। পাঁচ ভাই-বোনের মধ্যে আইরিন কারা সর্বকনিষ্ঠ ছিলেন। স্প্যানিশ ভাষায় প্রচারিত একটি চ্যানেলে চাকরির মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু হয়। আইরিন কারা অভিনয়ের জন্য ১৯৮১ সালে গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন।

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।