টাইগ্রিস স্নো চরিত্রে হাজির হবেন হান্টার শ্যাফার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:২৯ পিএম, ২৮ জুন ২০২২

হলিউড অভিনেত্রী হান্টার শ্যাফার। তাকে ‘ইউফোরিয়া’র স্টার বলেই ডাকেন অনেকে। এবার তিনি থাকছেন
‘হাঙ্গার গেমস’র প্রিক্যুয়াল ‘দ্য ব্যালাড অব সংবার্ড অ্যান্ড স্নেকস’-এ। তার ভক্তদের জন্য এটি একটি বড় সুখবর।

প্রিক্যুয়েলটি পরিচালনা করবেন ফ্রান্সিস লরেন্স। তিনি ফ্র্যাঞ্চাইজির ‘ক্যাচিং ফায়ার’, ‘মকিংজে পার্ট ওয়ান’ এবং ‘মকিংজে পার্ট টু’ পরিচালনা করেছেন।

এন্টারটেইনমেন্ট উইকলির মতে, টাইগ্রিস স্নো চরিত্রে অভিনয় করবেন হান্টার। সেই পুরনো পানেম জাদুকে পুনরুদ্ধার করার প্রচেষ্টায় অভিনেত্রী রাচেল জেগলার এবং টম ব্লিথের বিপরীতে উপস্থিত হবেন।

‘দ্য ব্যালাড অব সংবার্ডস অ্যান্ড স্নেকস’ একটি স্নো পরিবারকে অনুসরণ করে নির্মিত ছবি। এরইমধ্যে তার একটি টিজার প্রকাশ পেয়েছে। সেটি বেশ মনে ধরেছে নেটিজেনদের।

প্রিক্যুয়েলটি ১৭ নভেম্বর ২০২৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।