এক দশক পর হলিউডে এ আর রহমান!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:১৯ পিএম, ১৮ জানুয়ারি ২০২১

বিশ্ববাসীর হৃদয়ে সুরের মাধ্যমে অনন্য উচ্চতায় জায়গা করে নেওয়া একজন মানুষের নাম এ আর রহমান। তার সুর জাদু ছড়িয়েছে হলিউডের সিনেমাতেও। পেয়েছেন অস্কারও। তার সেই অর্জন ভারতীয় উপমহাদেশের সংগীতকে মর্যাদা দিয়েছে।

তবে এই বরেণ্য সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী হলিউডে নেই প্রায় এক দশক হতে চললো। সেই বিরতি কাটছে এবার। ‘মাদ্রাজের মোজার্ট’ ভক্তদের জন্য রয়ছে সুসংবাদ। শিগগিরই হলিউডে ফিরছেন এই সুর জাদুকর।

সম্প্রতি এনএমকে দেওয়া এক সাক্ষাৎকারে মা চলে যাওয়া এবং পরবর্তী কাজ নিয়ে আলাপ করেন রহমান। তিনি জানান, ‘দিন কয়েক আগে আমার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমার জীবনের জন্য দারুণ এখ ক্ষত। তবে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া মা তার জীবনের শেষ সময় পর্যন্ত আমাদের কাছেই ছিলেন।’

এরপর তিনি বলেন, ‘বেশ কিছুদিন বিশ্রামের পর ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছি। তবে চুক্তিভিত্তিক গোপনীয়তার কারণে এই মুহূর্তে কোনো প্রকল্পের কাজ নিয়ে বিস্তারিত তথ্য দিতে পারছিনা। একটি কাজ করছি যা ভারতের বাইরের।

যদিও আমি ভারত থেকেই কাজ করে পাঠিয়ে দিতে পারছি। আমার সেখানে উপস্থিত হওয়ার দরকার পরছে না। খুব ভালো কিছু হবে বলেই প্রত্যাশা করছি।’

এই বক্তব্যে তিনি হলিউডে গান করারই ইঙ্গিত দিয়েছেন। শিগগিরই হয়তো নতুন কোনো হলিউডের সিনেমায় তার কাজ পাবেন ভক্তরা।

প্রসঙ্গত, প্লেব্যাকে এ আর রহমানের প্রথম আত্মপ্রকাশ ‘বম্বে’ সিনেমায়। এর আগে তিনি অনেক গানের কোরাসে কণ্ঠ দিয়েছিলেন। কিন্তু প্রথম পূর্ণাঙ্গ কণ্ঠ দেন ‘বম্বে’ সিনেমার ‘হাম্মা হাম্মা’ গানে।

এলএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।