সাতাশেই সবাইকে ছেড়ে গেলেন এলভিস প্রিসলির নাতি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:৫১ পিএম, ১৩ জুলাই ২০২০

‘কিং অফ রক অ্যান্ড রোল’ প্রিসলির একমাত্র নাতি বেঞ্জামিন কিওঘ আত্মহত্যা করেছেন। রোববার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে এলভিস কন্যা লিজা মেরি প্রিসলির ম্যানেজার। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ২৭ বছর। দাদুর মতোই রক মিউজিক পছন্দ করতেন বেঞ্জামিন।

পুলিশ বলছে, লস অ্যাঞ্জেলসের কাছে কালাবাসাসে গুলি করে আত্মহত্যা করেছেন বেঞ্জামিন। তার মা মেরি প্রিলসি ছেলের মৃত্যুশোকে ভেঙে পড়েছেন। নিজেকে আড়ালে রাখতেন বেঞ্জামিন। তার হাতে গোনা যে কয়েকটি ছবি পাবলিক প্ল্যাটফর্মে রয়েছে তা দেখে নেটিজেনরা বলেছেন দাদুর অবিকল প্রতিচ্ছবি বেঞ্জামিন।

লিজা নিজের বাবার সঙ্গে ছেলের এই সাদৃশ্যকে বরাবর নেহাতই কাকতালীয় বলে উল্লেখ করেছেন। বেঞ্জামিনের পাশাপাশি লিজার তিন কন্যা সন্তান রয়েছে।

২০১৭ সালে এলভিস প্রিসলির ৪০তম মৃত্যুবার্ষিকীতে প্রিসলির শহর গ্রেসল্যান্ডে একটি অনুষ্ঠানে সপরিবারে দেখা মিলেছিল বেঞ্জামিনের। ১৯৭৭ সালে মাত্র ৪২ বছর বয়সে মৃত্যু হয় বিংশ শতাব্দীর সঙ্গীত আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র এলভিস প্রিসলির।

এমএবি/এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।