করোনায় হলিউড অভিনেতা অ্যালেন গারফিন্ডের মৃত্যু
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা অ্যালেন গারফিল্ড। তার বয়স হয়েছিলো ৮০ বছর। সত্তরের দশকের ‘দ্য কনভারসেশন’ ও ‘নাশভিল’র মতো অনেক সাড়া জাগানো সিনেমার অভিনেতা ছিলেনে তিনি।
অ্যালেন গারফিল্ডের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন তার বোন লুইস গুরউইৎজ। তিনি জানান, মঙ্গলবার লস এঞ্জেলসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন অ্যলেন। মোশন পিকচার টেলিভিশন ফান্ড হোম এলাকায় আরও কয়েকজনের কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে বলেও জানান তিনি।
১৯৩৯ সালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে জন্ম নেন গারফিল্ড। তিনি ছিলেন একজন মুষ্টিযোদ্ধা ও ক্রীড়া প্রতিবেদক। পরে তিনি অভিনয় জগতে সম্পৃক্ত হন এবং জনপ্রিয়তা পান।
গারফিল্ডের জন্মগত নাম অ্যালেন গুরউইৎজ। বেশ কয়েকবার স্ট্রোক হওয়ার ফলে তার শরীরের দশা এমনিতেই খুব একটা ভালো ছিল না।
১৯৯৯ সালে রোমান পোলান্সকি পরিচালিত ‘দ্য নাইন্থ গেট’-এ অভিনয়ের ক’দিন আগেও একটা স্ট্রোক হয় তার। এরপর ২০০৪ সালে আরেকটি স্ট্রোক। এবার লস এঞ্জেলসের উডল্যান্ড হিলসের আবাসনে করোনা ভাইরাস কেড়ে নিলো তার প্রাণ।
এমএবি/পিআর