জেলখানায় করোনায় আক্রান্ত সিনেমার প্রযোজক

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:৫৭ পিএম, ২৩ মার্চ ২০২০

সিনেমার প্রযোজক হার্ভে ওয়েনস্টেইন চলচ্চিত্র জগতের এক আলোচিত নাম। একাধিক নারীকে যৌন হেনস্থা ও ধর্ষণ করার অভিযোগে ২৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে। বর্তমানে জেলেই আছেন তিনি। আর জেল খানাতেই নাকি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এই প্রযোজক।

নিউইয়র্ক স্টেট কারেকশনাল অফিসারস ও পুলিশ বেনিভিল্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাইকেল পাওয়ারস গণমাধ্যমকে জানিয়েছেন রোববার ওয়েনস্টেইনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। ৬৮ বছর বয়সী এই প্রযোজককে এখন আইসোলেশনে রাখা হয়েছে।

২০১৯ সালে প্রাক্তন প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে নতুন করে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। পোল্যান্ডের এক ১৬ বছরের মডেল কাজা সোকোলা অভিযোগ তুলেছিলেন। প্রাক্তন মডেলের দাবি, ২০০২ সালে হার্ভে ওয়েনস্টেইন তাকে যৌন হেনস্থা করেছিলেন।

এরপর হার্ভের বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও হার্ভের বিরুদ্ধে অভিযোগ, ২০০৬ সালে অভিনেত্রী জেসিকা মানকে ও ২০১৩ সালে প্রযোজনা সহকারী মিমি হ্যালেইকে যৌন নির্যাতন করেছেন তিনি। তাদের মামলার প্রেক্ষিতে হার্ভের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে গত ফেব্রুয়ারিতে আদালত তাকে ২৩ বছর কারাদণ্ড দেন।

এমএবি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।