ভয়ঙ্কর ধর্ষণের শিকার চলচ্চিত্র পরিচালক
বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে হ্যাশট্যাগ মিটু আন্দোলন। একের এক তারকারা তুলে ধরেছেন তাদের যৌন হেনস্থার অভিযোগ। অনেক নামি লোকেরই মুখোশ খুলে পড়েছে মিটু আন্দোলনের কল্যাণে। শুধু নারীরা নয়, অনেকে পুুরুষরাও এখন প্রকাশ করছেন যৌন হেনস্থার অভিজ্ঞতা।
এবার পাকিস্তানি পরিচালক জামশেদ মেহমুদ জামি জানিয়েছেন তিনিও নাকি ভয়ঙ্কর ধর্ষণের শিকার হয়েছিলেন। টুইটারে সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন জামি। তিনি জানান, ১৩ বছর আগে তাকে ধর্ষণ করেছিলেন এক বিখ্যাত সাংবাদিক।
জামি টুইটারে লিখেছেন, ‘আমি কেন মিটু মুভমেন্টকে সমর্থন করি জানেন? কারণ আমাকে মিডিয়া জগতের একজন বিখ্যাত মানুষ নির্মম ভাবে ধর্ষণ করেছিলেন। সেই ব্যক্তির সঙ্গে আমার সম্পর্ক খুবই ভাল ছিল। আর সে সুযোগ নিয়েছিলো।’
জামশেদ মেহমুদ আরও বলেন, ‘আমি কয়েকজন বন্ধুকে বলেছিলাম। কিন্তু কেউ এই কথায় গুরুত্ব দেয়নি। আমি সেই ধর্ষকের নামও সবাইকে বলেছিলাম। কিন্তু আমিই হাসির পাত্র হয়ে গিয়েছিলাম।’
এই ধর্ষণের অভিজ্ঞতা এমন প্রভাব ফেলেছিল যে টানা ৬ মাস তাকে মনোবিদের পরামর্শ নিতে হয়েছিল। সুস্থ হয়ে উঠেত সময় লেগেছিলো বেশ।
এমএবি/জেআইএম