বিশ্বের সর্বোচ্চ আয়ের সিনেমা হতে যাচ্ছে অ্যাভেঞ্জার্স
মারভেল কমিকসের অ্যাভেঞ্জার্স সিরিজের সর্বশেষ ছবি এন্ডগেম মুক্তি পেলো গত ২৬ এপ্রিল। ছবিটি মুক্তির পর থেকেই তা দেখার জন্য বিশ্বজুড়ে চলছে সিনেমাপ্রেমীদের উন্মাদনা। দানব থানোসকে থামাতে সুপারহিরোদের ধুমধাম লড়াই দেখার দৃশ্য মন কেড়ে নিচ্ছে দর্শকের।
সে উন্মাদনার মাঝে দুনিয়াজুড়েই সিনেমা হলে উপচে পড়ছে দর্শকের ভিড়। যার ফলে ইতোমধ্যেই রুশো ব্রাদার্সের পরিচালিত ছবিটি বক্স অফিসে আয় করে ফেলেছে ২.১৮৮ বিলিয়ন ডলার!
মুক্তির মাত্র ১১ দিনের মাথায় বক্স অফিসে ২ বিলিয়ন অতিক্রম করা প্রথম ছবি ‘অ্যাভেঞ্জার্স’। বিশ্বের সেরা আয়ের ছবি হতে সামনে এখন বাঁধা কেবল ডিসি কমিকসের আলোচিত ছবি ‘এভাটার’।
জেমস ক্যামেরন পরিচালিত এই ছবিটির মোট আয়ের পরিমাণ ছিলো ২.৩৭বিলিয়ন ডলার। তবে ২ বিলিয়নের ঘরে প্রবেশ করতে ‘এভাটার’র সময় লেগেছিলো ৪৭ দিন। হলিউড বক্স অফিস বিশেষজ্ঞরা বলছেন, আগামী সপ্তাহেই ‘অ্যাভেঞ্জাস : এন্ডগেম’ ‘এভাটার’র রেকর্ড ভেঙে তছনছ করে দেবে।
আপাতত অ্যাভেঞ্জার্সেরা সুপারহিরো পেছনে ফেলেছেন ‘ইনফিনিটি ওয়ার’ ও ‘টাইটানিক’র আয়ের রেকর্ডকে।
আরএএইচ/এলএ/পিআর