৯১তম অস্কার জিতলেন যারা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৪৮ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯

সারা বিশ্বের চলচ্চিত্র জগতের কাছে সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯১তম আসরের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হলো। এবার সর্বাধিক ৪টি বিভাগে সেরা হয়েছে সংগীতনির্ভর বায়োপিক ‘বোহেমিয়ান র্যাপসোডি’। তবে সবাইকে চমকে দিয়ে এই আসরের সর্বোচ্চ পুরস্কার- সেরা চলচ্চিত্রের স্বীকৃতি পেয়েছে ‘গ্রিন বুক’ ছবিটি।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে রোববার রাতে (বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টা) অনুষ্ঠিত হয় ৯১তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। ।
এই আয়োজন এবিসি নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় বিশ্বের ২২৫টিরও বেশি দেশে।

প্রতি বছরের মতো এবারও ২৪টি বিভাগে পুরস্কার প্রদান করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। তুলে ধরা হলো অস্কারের বিজয়ী তালিকা—

সেরা ছবি: গ্রিন বুক
সেরা অভিনেত্রী: অলিভিয়া কোলম্যান (দ্য ফেভারিট)
সেরা অভিনেতা: রামি মালেক (বোহেমিয়ান র্যাপসোডি)
সেরা পার্শ্ব অভিনেত্রী: রেজিনা কিং (ইফ বিয়েল স্ট্রিট কুড টক)
সেরা পার্শ্ব অভিনেতা: মাহারশালা আলি (গ্রিন বুক)
চলচ্চিত্র পরিচালক: আলফনসো কুয়ারন (রোমা)
মৌলিক চিত্রনাট্য: গ্রিন বুক (নিক ভ্যালেলঙ্গা, ব্রায়ান কারি ও পিটার ফ্যারেলি)
অ্যাডাপ্টেড চিত্রনাট্য: ব্ল্যাকক্ল্যান্সম্যান (চার্লি ওয়াচটেল, ডেভিড র্যাবিনউইৎজ, কেভিন উইলমট ও স্পাইক লি)
বিদেশি ভাষার চলচ্চিত্র: রোমা (মেক্সিকো)
অ্যানিমেটেড ছবি: স্পাইডার-ম্যান: ইনটু দ্য স্পাইডার-ভার্স
স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি: বাও (ডমি শি)
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: স্কিন (গাই নেটিভ)
প্রামাণ্যচিত্র: ফ্রি সলো (এলিজাবেথ চাই ও জিমি চিন)
স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: পিরিয়ড. এন্ড অব সেনটেন্স
চিত্রগ্রাহক: আলফনসো কুয়ারন (রোমা)
ভিজ্যুয়াল ইফেক্টস: ফার্স্ট ম্যান (পল ল্যাম্বার্ট, আয়ান হান্টার, ট্রাইস্টান মাইলস ও জে.ডি. শোয়াম ডাবল-ড্যাগার)
মৌলিক সুর সংযোজন: ব্ল্যাক প্যান্থার (লুডউইগ গোরানসন)
মৌলিক গান: শ্যালো (অ্যা স্টার ইজ বর্ন)
সম্পাদনা: বোহেমিয়ান র্যাপসোডি (জন ওটম্যান)
শিল্প নির্দেশনা: ব্ল্যাক প্যান্থার (হানা বিচলার ও জে হার্ট)
শব্দ সম্পাদনা: বোহেমিয়ান র্যাপসোডি (জন ওয়ারহার্স্ট ও নিনা হার্টস্টোন)
শব্দমিশ্রণ: বোহেমিয়ান র্যাপসোডি (পল ম্যাসি, টিম ক্যাভাজিন ও জন ক্যাসালি)
পোশাক পরিকল্পনা: ব্ল্যাক প্যান্থার (রুথ ই. কার্টার)
রূপসজ্জা ও চুলসজ্জা: ভাইস (গ্রেগ ক্যানম, কেট বিসকো ও প্যাট্রিসিয়া ডিহানি)

এমএবি/এলএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।