বাংলাদেশকে ধন্যবাদ জানালেন পপ কণ্ঠশিল্পী ডেমি লোভাটো

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬:২৩ এএম, ০৪ অক্টোবর ২০১৭

মার্কিন পপ কণ্ঠশিল্পী ডেমি লোভাটো বাংলাদেশের গানের শ্রোতাদের ধন্যবাদ জানিয়েছেন। তার ষষ্ঠ একক অ্যালবাম ‘টেল মি ইউ লাভ মি’ এখন চাহিদার দিক দিয়ে বিশ্বের ৪০টি দেশে শীর্ষে আছে। আর সেই তালিকায় আছে বাংলাদেশও।

তাই বাংলাদেশকে আলাদাভাবে ধন্যবাদ জানিয়েছেন ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস’, ‘পিপল’স চয়েস অ্যাওয়ার্ডস’, ‘ল্যাটিন আমেরিকা মিউজিক অ্যাওয়ার্ডস’ জেতা এবং ‘বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস’ ও ‘৫৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডস’ মনোনয়ন পাওয়া এই শিল্পী।

সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে একটি ছবি পোস্ট করেছেন ডেমি লোভাটো। তাতে লেখা ‘থ্যাংক ইউ বাংলাদেশ’। ছবিটির পোস্টে অ্যালবামটি বাংলাদেশি শ্রোতাদের কাছে চাহিদার দিক দিয়ে এক নম্বরে রয়েছে জানিয়ে ডেমি লিখেছেন, ‘বাংলাদেশে এক নম্বর! যাদের জন্য এই রেকর্ড তাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের সবাইকে ভালোবাসি।’

ডেমি লোভাটোর সেই পোস্টে বেশির ভাগই অবশ্য বাংলাদেশিরা মন্তব্য করেছেন। অনেকে ডেমির গানের প্রশংসাও করেছেন। কেউ কেউ আবার বাংলায়ও কমেন্ট করেছেন। ডেমি লোভাটোর পেজটিতে লাইকের সংখ্যা তিন কোটি ৭৭ লাখ ১৭ হাজার ৮২৮।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।