নিলামে জর্জ হ্যারিসনের সেতার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৪০ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৭

কনসার্ট ফর বাংলাদেশ-এর প্রধান উদ্যোক্তা জর্জ হ্যারিসনের একটি সেতার চলতি মাসেই যুক্তরাষ্ট্রে নিলামে উঠছে। জর্জ হ্যারিসন ১৯৬৫ সালে সেতারটি কিনেছিলেন লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের একটি দোকান থেকে। তবে সেতারটি তৈরি হয়েছিল কলকাতায়।

আগামী ২৮ সেপ্টেম্বর এই সেতারটির জন্য বিডিং শুরু হবে ৫০ হাজার ডলার থেকে।

উপমহাদেশের বরেণ্য ওস্তাদ পণ্ডিত রবিশংকরের কাছে সেতার বাজানো শিখেছিলেন জর্জ হ্যারিসন। শুধু সেতার শিখেই ক্ষান্ত হননি তিনি। বিটলসের জনপ্রিয় ‘নরওয়েজিয়ান উড’ গানটি গাওয়ার সময় সেতারও বাজিয়েছিলেন তিনি।

২০০০ সালে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রবিশঙ্কর বলেছিলেন, তিনি যখন প্রথম হ্যারিসনকে সেতার বাজাতে শেখান, সেটা তার মোটেও ভাল লাগেনি।

হ্যারিসন নিজেও অবশ্য সে ব্যাপারে একমত ছিলেন। ওই গানে সেতারের ব্যবহার যে খুব সাধারণ ছিল, সেটা তিনিও পরে স্বীকার করেছেন।

এআরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।