ব্ল্যাক অ্যাডামকে চোখ রাঙাচ্ছে ক্যাপ্টেন আমেরিকা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:১২ পিএম, ২৩ মার্চ ২০২৫

‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ সিনেমাটি মুক্তির পর বেশ সাড়া ফেলেছে। বক্স অফিসেও দাপট দেখাচ্ছে সিনেমাটি।

বেশ কিছু সিনেমার আয়ের সঙ্গে তুলনায় এগিয়ে রয়েছে এটি। এই সপ্তাহান্তে বিশ্বব্যাপী বক্স অফিসে ডোয়াইন জনসনের ‘ব্ল্যাক অ্যাডাম’ ছবিকেও টপকে যাওয়ার পথে রয়েছে।

বিজ্ঞাপন

এর পেছনে অবশ্য কাজ করছে উত্তর আমেরিকার হলগুলোতে ‘স্নো হোয়াইট’ ছবির দুর্বল পারফরমেন্স। মিশ্র প্রতিক্রিয়া এবং উপভোগ্য কাহিনি না থাকা সত্ত্বেও ক্যাপ্টেন আমেরিকা বক্স অফিসে শক্তভাবে টিকে আছে। ছবিটি প্রত্যাশার চেয়ে ভালো পারফর্মও করেছে।

ছয় সপ্তাহ পর ‘ক্যাপ্টেন আমেরিকা ৪’ উত্তর আমেরিকায় $১.১ মিলিয়ন আয় করেছে, যার ফলে এর আঞ্চলিক মোট আয় ১৮৯.১ মিলিয়ন ডলারে পৌঁছেছে। বিদেশি বাজারে ছবিটি ২০৩.৫৪ মিলিয়ন ডলার আয় করেছে। যার ফলে এর বৈশ্বিক আয় মোট ৩৯২.৬৬ মিলিয়নে পৌঁছেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর মানে সিনেমাটি এখন ‘ব্ল্যাক অ্যাডাম’ ছবির ৩৯৩.৪৫ মিলিয়ন ডলায় বৈশ্বিক আয় থেকে সামান্য পিছিয়ে আছে। আশা করা হচ্ছে এই সপ্তাহ শেষে ‘ব্ল্যাক অ্যাডাম’কে ছাড়িয়ে যাবে সিনেমাটি।

নতুন ক্যাপ্টেন আমেরিকা হিসেবে অ্যান্থনি ম্যাকির অভিনয় প্রশংসিত হয়েছে। সিনেমার বক্স অফিস পারফরমেন্স দেখে মনে হচ্ছে এটি আগামী সপ্তাহগুলোতে আরও ভালো পারফর্ম করবে।

এলআইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।