শাকিরার শখের গাড়ি জিতে বিপদে ভক্ত, আতঙ্কে বিক্রির সিদ্ধান্ত

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭:১০ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

প্রাক্তন স্বামী জেরার্ড পিকের সাথে সম্পর্ক ভাঙার পর একাকি হয়ে পড়েন পপস্টার শাকিরা। সেই একাকিত্বের জীবন উপভোগ করতে বিশেষভাবে অর্ডার দিয়ে একটি পার্পল কালারের ল্যাম্বরগিনি কিনেছিলেন তিনি। নিজেকে নিজেই উপহার হিসেবে দিয়েছিলেন গাড়িটি। সেটি গত সপ্তাহে এক প্রতিযোগিতার আয়োজন করে জয়ী হওয়া এক ভক্তের হাতে তুলে দিয়েছেন তিনি।

এদিকে সেই গাড়ি নিয়ে বিপাকে পড়েন মাইকেল মেহির নামের বিজয়ী। ‘গিভওয়ে’ শিরোনামের প্রতিযোগিতার ভাগ্যবান সেই বিজয়ী গাড়িটির রক্ষণাবেক্ষণ খরচ বহন করতে না পেরে বিলাসবহুল গাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞাপন

গত ২৪ ফেব্রুয়ারি এল গোরডো অ্যান্ড লা ফ্লাকা শোতে তার এ সিদ্ধান্ত শেয়ার করেন তিনি। মেহিয়া জানান, গাড়িটির রক্ষণাবেক্ষণের খরচ খুবই বেশি। তাই এটি বিক্রি করে দিতে চান।

মেহিয়া গত ডিসেম্বরে শাকিরার গান ‘সোলতেরা’র সঙ্গে একটি নাচের ভিডিও শেয়ার করার মাধ্যমে গিভওয়ে জিতেছিলেন। সেসময় তিনি গিফট হিসেবে ল্যাম্বরগিনি পেয়ে খুবই উচ্ছ্বসিত ছিলেন। তবে এর রক্ষণাবেক্ষণের খরচের নিচে চাপা পড়ে সেই উচ্ছ্বাস উড়ে গেছে তার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শাকিরার শখের গাড়ি জিতে বিপদে ভক্ত, আতঙ্কে বিক্রির সিদ্ধান্ত

‘গাড়িটি জেতার সময় আমি খুবই সৌভাগ্যবান অনুভব করছিলাম। গাড়িটির সঙ্গে শাকিরা আমাকে ৯০ হাজার ডলারও দিয়েছিলেন রক্ষণাবেক্ষণের জন্য। আমি খুবই খুশি ছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি সেই টাকা খরচের তুলনায় খুবই কম ছিল’- বলেন মেহির।

তিনি আরও জানান, গাড়ির যাবতীয় খরচের মধ্যে মাসিক বিমা খরচ ২ হাজার ডলারেরও বেশি, প্রতি দুদিন পর জ্বালানি খরচ ৭০ ডলার এবং অন্য শুল্ক ও আইনি খরচ আছে। এছাড়া বছর শেষে ফেডারেল ট্যাক্স আসবে প্রায় ৯৫ হাজার ডলার। এটা একটা খরচের পাহাড় বলে মনে করছেন মেহির।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মেহিয়া বলেন, ‘ইতিমধ্যে গাড়িটি কেনার জন্য বেশ কিছু প্রস্তাব এসেছে। তারা কেউ ৭ লাখ কেউ ৮ লাখ ডলার দাম বলছেন। কেউ কেউ গাড়িটি ভেঙে বিক্রি করারও পরামর্শ দিয়েছেন। গাড়িটি কিনতে সবার এত আগ্রহ দেখে আমি আশ্চর্য হয়েছি! তবে আমি গাড়িটির জন্য ১ মিলিয়ন ডলার আশা করছি।’

শাকিরা তার গান ‘সোলতেরা’র মুক্তির উদযাপন হিসেবে এই ল্যাম্বরগিনি গিভওয়ের আয়োজন করেছিলেন। গাড়িটি ছিল তার নতুন জীবনের সূচনাসঙ্গী। খুবই প্রিয় গাড়িটি তিনি ভক্তদের মধ্যে কাউকে উপহার হিসেবে দিতে চেয়েছিলেন। সেটাও করেছেন তিনি। তবে বেচারা মাইকেল মেহির গাড়ি জিতে পড়ে গেছেন বিপদে।

এলআইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।