প্রথমবার একসঙ্গে রোমান্স ছড়াবেন রণবীর-জাহ্নবী
![প্রথমবার একসঙ্গে রোমান্স ছড়াবেন রণবীর-জাহ্নবী](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/ranbir-20250129162733.jpg)
বলিউড অভিনেতা রণবীর কাপুরের ক্যাসানোভা ভাবমূর্তি নিয়ে অনেক আলোচনা হয়েছে। একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক করে সবসময়ই থেকেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আলিয়া ভাটকে বিয়ে করে সংসার পেতেছেন। বাবাও হয়েছেন এক কন্যার। তবে রোমান্টিক বয়ের তকমাটা সরছে না।
তার এই ভাবমূর্তিকেই কাজে লাগাতে চাচ্ছে একটি অতিপরিচিত কন্ডোম উৎপাদক সংস্থা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ওই সংস্থার কর্ণধার জানিয়েছেন, রণবীর কাপুরকে তারা মডেল হিসেবে বাছাই করেছেন। তাদের নতুন বিজ্ঞাপনে রণবীরকে হাজির করার চেষ্টা চলছে।
শুধু তাই নয়, রণবীরের সঙ্গে রোমান্টিক গল্পের বিজ্ঞাপনটিতে দেখা যাবে কাপুর বাড়ির মেয়ে জাহ্নবীকে। শ্রীদেবী কন্যা লাস্যময়ী হিসেবে এরইমধ্যে পর্দায় ঝলক দেখিয়েছেন। তার উপস্থিতি উপভোগ করেন দর্শক। তাই দর্শককে আকৃষ্ট করতে রণবীর কাপুরের সঙ্গে জাহ্নবীকেই বেছে নিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
এর কর্ণধার মনে করেন, চেহারা এবং ব্যক্তিত্বের জন্য তাদের পণ্যের প্রচারে রণবীর কাপুর ও জাহ্নবী কাপুর একদম উপযুক্ত। দুই তারকার ইমেজ ক্রেতাদের কাছে তাদের পণ্যটিকে আকর্ষণীয় করে তুলবে।
প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই রণবীর ও জাহ্নবীকে প্রস্তাবও দিয়েছে। তবে এখনও তাদের পক্ষ থেকে কোনো নিশ্চিত উত্তর আসেনি।
এই মুহূর্তে রণবীর কাপুর ব্যস্ত রয়েছেন তার আসন্ন ছবি ‘রামায়ণ’ নিয়ে। এ ছবিতে তিনি রামের চরিত্রে অভিনয় করবেন। অন্যদিকে জাহ্নবীকে সর্বশেষ দেখা গেছে ‘দেবারা’ ছবিতে। বর্তমানে তার হাতে রয়েছে বেশ কিছু কাজ।
এলআইএ/জেআইএম