কবে আসবে আমির খানের ‘সিতারে জমিন পার’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮:১০ পিএম, ২৭ জানুয়ারি ২০২৫

‘লাাল সিং চাড্ডা’ ছবির পর দীর্ঘ দুই বছরের বিরতি শেষে ফিরতে রুপালি পর্দায় ফিরতে চলেছেন বলিউডের সুপারস্টার আমির খান। আবারও বড় ধামাকা নিয়ে ফিরবেন তিনি প্রত্যাশিত সিনেমা ‘সিতারে জমিন পার’ দিয়ে। এটি ২০০৭ সালের সফল সিনেমা ‘তারে জামিন পার’- এর সিক্যুয়েল।

ভক্তরা এই সিনেমাটির জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। সম্প্রতি সেই ভক্তদের জন্য সুখবর দিলেন আমির। তিনি জানিয়েছেন দিনক্ষণ, কবে মুক্তি পাচ্ছে ছবিটি।

ভাদোদরা শহরে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নেন আমির খান। সেখানে তিনি জানান, ‘সিতারে জমিন পার’ এই বছরের শেষে খ্রিষ্টমাসে মুক্তি পাবে।

আমির খান বলেন, ‘এ ছবিটি একটি বিনোদনমূলক সিনেমা। আমি গল্পটি খুব পছন্দ করে কাজটি করেছি। আমরা এই বছর খ্রিষ্টমাসে এটি মুক্তি দেওয়ার চেষ্টা করছি। ছবির শুটিংও শুরু হয়ে গেছে।’

এছাড়াও আমির খান ছবিটির সঙ্গে তার ব্যক্তিগত আবেগ মিশে আছে বলেও জানান। গুজরাটের যে স্থানে ‘সিতারে জামিন পার’ ছবির শুটিং হয়েছে সেখানে তার বাবার অনেক সিনেমা শুট করা হয়েছিল। তার বাবা একজন নামকরা প্রযোজক ছিলেন।

আমির বলেন, ‘আমি তখন খুব ছোট ছিলাম। বাবার সঙ্গে এখানে আসতাম। আজ, সেইসব স্মৃতিগুলো ফিরে এসেছে।’

এলআইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।