সাইফকে কুপিয়ে জখম

দুই ছেলে কেমন আছেন, জানালেন কারিনা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:০০ পিএম, ১৬ জানুয়ারি ২০২৫

বলিউড তারকা সাইফ আলি খানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। মারাত্মক জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, সে সময় তার সঙ্গে ছিলেন বড় ছেলে ইব্রাহিম আলি খান ও এক পরিচারক। প্রাথমিকভাবে সাইফের হাতে আঘাত লেগেছে বলে জানান হলেও পরে চিকিৎসকেরা জানিয়েছেন তার ঘাড়েও একটি আঘাত রয়েছে।

বিজ্ঞাপন

লীলাবতী হাসপাতালের বরাতে ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, আড়াই ঘণ্টা ধরে চলা এই অস্ত্রোপচারে ইতিমধ্যেই চিকিৎসকরা অভিনেতার শরীর থেকে ছুরির ফলা বের করে এনেছেন। কসমেটিক সার্জারি করা হয়েছে তার ক্ষত অংশে।

দুই ছেলে কেমন আছেন, জানালেন কারিনা

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কিন্তু পরিবারের বাকি সদস্যরা কেমন আছেন এখন, তা জানা যায়নি প্রাথমিকভাবে। সে বিষয়ে বিবৃতি দিয়েছেন সাইফের স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুর।

কারিনার সহযোগী দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, কারিনা ও সাইফের বাড়িতে চুরির চেষ্টা চালানো হয় রাতে। হাতে চোট লাগার কারণে সাইফ হাসপাতালে চিকিৎসাধীন। অস্ত্রোপচার হচ্ছে। পরিবারের বাকি সবাই নিরাপদ। সংবাদমাধ্যম ও অনুরাগীদের ধৈর্য ধরতে অনুরোধ করছি। দয়া করে কোনো জল্পনা করবেন না। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ধন্যবাদ।

এদিকে মধ্যরাতে সাইফের বাড়িতে ঢুকে হামলা এবং ডাকাতির চেষ্টার ঘটনায় তিন সন্দেহভাজনকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বুধবার দিনগত রাত ২টার দিকে সাইফের বাড়িতে হামলা করে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। ডাকাতির উদ্দেশেই এই হামলা বলে প্রাথমিকভাবে জানায় পুলিশ। ওই দুর্বৃত্ত সাইফকে ছুরি দিয়ে কুপিয়েছে।

দুই ছেলে কেমন আছেন, জানালেন কারিনা

মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) দীক্ষিত গেদাম বলেন, একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সাইফ আলি খানের বাড়িতে ঢোকেন। তারপর অভিনেতার সঙ্গে ওই ব্যক্তির হাতাহাতি হয়। আহত অভিনেতার চিকিৎসা চলছে। ঘটনার তদন্ত চলছে।

বিজ্ঞাপন

মুম্বাইয়ের বান্দ্রায় সৎগুরু শরণ বিল্ডিং নামের একটি বাড়িতে থাকেন সাইফ। সেখানে তার সঙ্গে থাকেন অভিনেতার স্ত্রী কারিনা কাপুর খান। সাইফদের সঙ্গে থাকেন তার দুই শিশুসন্তান, আট বছরের তৈমুর ও চার বছরের জেহ।

প্রাথমিকভাবে জানা গেছে, দুর্বৃত্তরা যখন ওই বাড়িতে ঢোকেন, সেই সময় বাড়ির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। শব্দ পেয়ে সবাই উঠে পড়লে সেখান থেকে বেরিয়ে যায় ওই দুর্বৃত্ত।

এমআই/এএসএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।