স্পাই থ্রিলারের সিক্যুয়েলে এ প্রজন্মের ক্রাশ ওয়ামিকা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৪ এএম, ০৮ জানুয়ারি ২০২৫

ভারতীয় সিনেমায় এ প্রজন্মের জনপ্রিয় তারকা ওয়ামিকা গাবি। সেক্স সিম্বল লাস্যময়ী অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। বিশেষ করে তাকে নিয়ে তরুণ দর্শকের আগ্রহ আকাশচুম্বি। এই অভিনেত্রী এবার যুক্ত হলেন নতুন সিনেমায়।

স্পাই থ্রিলার ‘জি২’ সিনেমায় যোগ দিয়েছেন ওয়ামিকা। ২০১৮ সালের ব্লকবাস্টার থ্রিলার ‘গুডাচারি’ ছবির সিক্যুয়েল হিসেবে এটি নির্মিত হবে। ছবিটি পরিচালনা করবেন নতুন পরিচালক বিনয় কুমার সিরিগিনিডি।

‘জি২’ ছবির প্রধান চরিত্রে আবারও দেখা যাবে আদিভি শেশকে। তিনি ‘গুডাচারি’-তে তার চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছিলেন। তার বিপরীতেই অভিনয় করবেন ওয়ামিকা গাবি। এই ছবির মাধ্যমে তিনি প্রথমবারের মতো জুটি হতে যাচ্ছেন তারা।

jagonews24

ওয়ামিকা গাবি ২০২৩ সালে তার অসাধারণ অভিনয় দিয়ে ব্যাপক প্রশংসা পেয়েছেন। প্রাইম ভিডিও সিরিজ ‘জুবিলি’, নেটফ্লিক্সের ‘খুফিয়া’, এবং সনিলাইভের ‘চার্লি চোপরা অ্যান্ড দ্য মিস্ট্রি অফ সোলাং ভ্যালি’ সিরিজে তার চরিত্রগুলো দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছে।

নতুন ছবিতে যুক্ত হওয়া প্রসঙ্গে ওয়ামিকা বলেন, ‌‘আমি অত্যন্ত আনন্দিত ‘জি২’ ছবির সঙ্গে যুক্ত হতে পেরে। এই সিরিজের প্রথম ছবিটি সাফল্যের অসাধারণ মাইলফলক স্থাপন করেছে। এই গল্পের চরিত্র হতে পারাটা চ্যালেঞ্জিং এবং রোমাঞ্চকর।’

ওয়ামিকা গাবির সঙ্গে ‘জি২’ ছবিতে আরও অভিনয় করবেন ইমরান হাশমি, মুরালি শর্মা, সুপ্রিয়া যালাগাড্ডা এবং মাধু শালিনীসহ বেশ ক’জন জনপ্রিয় তারকাশিল্পী।

এলআইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।