উদিত নারায়ণের বাড়িতে ভয়াবহ আগুন, নিহত ১

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ০৭ জানুয়ারি ২০২৫

বলিউডের জনপ্রিয় গায়ক উদিত নারায়ণের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। ভারতের বিভিন্ন গণমাধ্যম এমনটাই জানিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এর ভিডিও। এতে ভবনের একাংশ দাউ দাউ করে জ্বলতে দেখা যাচ্ছে।

উদিত নারায়ণ একটি গণমাধ্যমে জানিয়েছেন, তিনি সুস্থ আছেন। তার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মুম্বাইয়ে অন্ধেরি ওয়েস্টের ওই আবাসনের ‘এ’ বিভাগে তার ফ্ল্যাট। আগুন লেগেছিল ‘বি’ বিভাগে। তিনি আরও জানান, সোমবার রাত ৯টার দিতে আগুন লাগার খবর পান তিনি। সঙ্গে সঙ্গে সবাই মিলে বাড়ির নিচে নেমে আসেন। কয়েক ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনার সংবাদ পান। তারপর তিনি তার ফ্ল্যাটে ফেরেন।

আগুন লাগার কারণ হিসেবে একটি এক সূত্র জানায়, কোনো বৈদ্যুতিক সরঞ্জামের সমস্যার ফলে এ ঘটনা ঘটতে পারে। আরেকটি সূত্রমতে, কোনো ফ্ল্যাটে প্রদীপ জ্বালানো হয়েছিল। প্রদীপের শিখা থেকে জানালার পর্দায় আগুন লেগে যায়। তাতেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।