ভূমিকম্পের সকালে যা করছিলেন মণীষা কৈরালা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ০৭ জানুয়ারি ২০২৫
মণীষা কৈরালা

চার দিনের মাথায় আজ (৭ জানুয়ারি) সাত সকালে আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো বাংলাদেশ। সকাল ৭টা ৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। জানা গেছে, ভূ-কম্পনটির উৎপত্তিস্থল চীনের তিব্বতে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। এ ভূমিকম্পে কেঁপেছে ভারত, নেপাল ও চীন। এ সময় নেপালে জন্ম নেওয়া বলিউড অভিনেত্রী মণীষা কৈরালা কি করছেন তা তার অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন। ভূমিকম্পের সময় তিনি শরীরচর্চা করছিলেন। এমনটাই জানিয়েছেন ৫৪ বছরের এ অভিনেত্রী।

আজকের ভূমিকম্প তিব্বতে আঘাত হেনেছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, শিগাতসের এই ভূমিকম্পে মৃত্যু হয়েছে ৫৩ জনের, ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত আট লাখ মানুষ। ভূমিকম্পের উৎসস্থল তিব্বতের তিংরি প্রদেশে। এই অঞ্চলটিকে এভারেস্টের উত্তরের প্রবেশদ্বার হিসেবে দেখা হয়।

এই মুহূর্তে মণীষা রয়েছেন মাতৃভূমি নেপালে। আজ সকালে কাঠমান্ডুর এক শরীরচর্চা কেন্দ্রে তাকে দেখা যায়। ট্রেড মিলে হাঁটতে হাঁটতে মণীষা একটি ভিডিও করেন। ঘন নীল জ্যাকেট, টুপি আর গোলাপি স্কার্ফে মণীষাকে দেখা গেছে শরীরচর্চা করতে। ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ভিডিও প্রকাশ করে ‘হ্যাশট্যাগ আর্থকোয়েক’ জুড়ে তিনি লিখেছেন, ‘সকালে ভূমিকম্প আমাদের জাগিয়ে দেওয়ার পরে!’

ভূমিকম্পের সকালে যা করছিলেন মণীষা কৈরালা

আজ সকাল সকাল ৯টা ৫ মিনিটের দিকে ভূমিকম্পে কেঁপে ওঠে নেপালের রাজধানী কাঠমান্ডু। গত কয়েক বছরে নেপালে ভূমিকম্প খুবই স্বাভাবিক একটি ঘটনায় পরিণত হয়েছে। ২০১৫ সালে ৭.৮ তীব্রতার ভূমিকম্পে সে দেশে প্রাণ গিয়েছিল প্রায় ৯ হাজার মানুষের। তারপর থেকে ছোটখাট ভূমিকম্প লেগেই আছে দেশটিতে।

মণীষা কৈরালা নেপাল রাজ পরিবারের সদস্য। ভারতে তার অভিনয় জীবন শুরু হয় ১৯৯১ সালে সুভাষ ঘাইয়ের ‘সওদাগর’ সিনেমার মাধ্যমে। ১৯৯৪ সালে বিধু বিনোদ চোপড়ার ‘১৯৪২: আ লাভ স্টোরি’ সিনেমা জনপ্রিয় হওয়ার পর থেকে তাকে আরও পিছু ফিরে তাকাতে হয়নি।

মনীষা কৈরালার ২০১২ সালে শরীরে ক্যানসার ধরা পড়ে। যদিও দীর্ঘ চিকিৎসার পর এখন বেশ ভালো আছেন এ অভিনেত্রী। বলিউডে আবারও কাজ শুরু করেছেন। ২০২৪ সালে সঞ্জয় লীলা ভানসালীর ‘হীরামন্ডি’তে তার ‘মালিকাজান’ চরিত্রটি দারুণ প্রশংসিত হয়েছে।

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।