মুক্তি পাচ্ছে বাহুবলীর নায়িকার নতুন সিনেমা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:২৮ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪

বাহুবলী ছবিটি বক্স অফিসে যেমন রাজত্ব করেছিল তেমনি এর জনপ্রিয়তাও ছিল আকাশচুম্বী। ছবিতে বাহুবলীর স্ত্রীর চরিত্র দেবসেনা হিসেবে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান আনুশকা শেঠি। সাহসী ও যোদ্ধা নারীর সেই চরিত্রটি আজও দর্শককে পুলকিত করে।

নায়িকা ফিরছেন নতুন গল্পে নতুন চরিত্র নিয়ে। ‘ঘাটি’ নামের ছবিটিতে আবারও এক শক্তিশালী নারীর ভূমিকায় দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন তিনি। বাহুবলী ছবির পর এটি হতে যাচ্ছে তার আরও একটি প্যান-ইন্ডিয়া প্রোজেক্ট।

এ ছবিটি পরিচালনা করছেন কৃষ জাগারলামুডি। এর আগে কৃষের সঙ্গে ‘বেদাম’ ছবিতে কাজ করেছিলেন আনুশকা।

‘ঘাটি’র নির্মাণকাজ শেষ। এবার মুক্তির পালা। জানা গেল, ২০২৫ সালের ১৮ এপ্রিল ছবিটি গরমকালের ছুটিতে মুক্তি পাবে। একটি ভিডিওর মাধ্যমে মুক্তির তারিখের ঘোষণা করা হয়। সেখানে দেখা গেছে পরিচালক কৃষ, আনুশকা শেঠি ও প্রযোজকরা একসঙ্গে রয়েছেন।

মুক্তির পোস্টারে আনুশকাকে একটি কঠিন চেহারার লুকে দেখা গেছে। শাড়ি পরা আনুশকার হাতে বন্দুক, তিনি পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন। তার কঠোর দৃষ্টি এবং শরীরে রক্তের দাগ চরিত্রটির প্রতি দর্শকের আগ্রহ তৈরি করেছে।

ছবিটির ট্যাগলাইন দেয়া হয়েছে ‘ভিক্টিম, ক্রিমিনাল, লিজেন্ড’। আভাস মিলেছে ‘ঘাটি’ একটি ব্যতিক্রমী অ্যাকশন ধারার কাহিনি নিয়ে আসছে। সেখানে মানবতা, টিকে থাকা এবং পুনর্জন্মের মতো বিষয়গুলো উঠে আসবে।

বিগ বাজেটে নির্মিত প্যান-ইন্ডিয়ান ছবিটি তেলুগু, তামিল, কন্নড়, মালায়ালাম এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।