আল্লু অর্জুনকে গ্রেফতারে রাম গোপালের বিস্ফোরক মন্তব্য

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৪

দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে নারী অনুরাগীর মৃত্যু হয়েছে। এ কারণে তাকে গতকাল (১৩ ডিসেম্বর) গ্রেফতার করা হয়েছিল। এবার সেই প্রসঙ্গে খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা রাম গোপাল ভার্মা বিস্ফোরক মন্তব্য করেছেন তার সোশ্যাল মিডিয়ায়। এতে তিনি প্রশ্ন করেন, ‘পুণ্যার্থীরা পদপিষ্ট হলে কি ঈশ্বরকে গ্রেপ্তার করবেন।’

রাম গোপাল বার্মার সে পোস্ট নিয়ে এখন নেট দুনিয়ায় তুমুল আলোচনা-সমালোচনা হচ্ছে। দক্ষিণী ভাষার পোস্ট হলেও রাম গোপাল ভার্মার এমন বিস্ফোরক মন্তব্যে সহমত পোষণ করেছেন আল্লুর ভিন্ন ভাষাভাষীর অনুরাগীরাও।

আল্লুর পাশে দাঁড়িয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স’র পোস্টে রাম গোপাল ভার্মা আরও লেখেন, ‘পুষ্কারালু , ব্রহ্মোৎসবমস-এর মতো ধর্মীয় উৎসব কিংবা মেলার ভিড়ে যদি পদপিষ্ট হয়ে পূণ্যার্থীদের মৃত্যু হয়, তাহলে কি ঈশ্বরের মূর্তিগুলোকে গ্রেপ্তার করবেন? নির্বাচনী প্রচারের মিছিলে পদপিষ্ট হয়ে কেউ মারা গেলে কি রাজনৈতিক নেতাদেরও জেল হবে? কেউ যদি সিনেমার প্রোমোশনে মরা যান, তাহলে কি ছবির অভিনেতাকে গ্রেপ্তার করা হবে? এটা তো অনুষ্ঠানের আয়োজক এবং সেখানকার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষী বা পুলিশের কর্তব্যের মধ্যে পড়ে। কোনো ফিল্মস্টার বা জননেতা কীভাবে এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে?’

আল্লু অর্জুন গতকাল (১৩ ডিসেম্বর) গ্রেফতার হওয়ার পর একরাত কারাগারে ছিলেন। আজ সকালে কারাগার থেকে বাড়ি ফিরেছেন এ অভিনেতা। জামিন পেলেও এ মামলা থেকে সহসা মুক্তি পাচ্ছেন না আল্লু। তদন্তে সহযোগিতার জন্য পুলিশের কাছে আবারও হাজিরা দিতে হতে পারে দক্ষিণী সুপারস্টারকে।

‘পুষ্পা-২’ সিনেমার সাফল্য যখন তুঙ্গে তখন গতকাল আল্লু অর্জুনের গ্রেফতারের সংবাদ ছড়িয়ে পড়লে ভারতজুড়ে তোলপাড় শুরু হয়। ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা-২’র প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারী অনুরাগীর। তার ৯ বছর বয়সী ছেলে এখনো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনার কারণে আল্লু অর্জুনের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের হয়। সেই মামলায় গতকাল তেলেঙ্গানা পুলিশ গ্রেফতার করে দক্ষিণী এ তারকাকে।

আদালতে ১৪ দিনের জেল হেফাজত দেওয়া হয় তাকে। এর পরই সন্ধ্যা আল্লু অর্জুনকে হায়দারাবাদের চঞ্চলগুড়া জেলে নিয়ে যাওয়া হয়। যদিও কয়েকঘণ্টার মধ্যেই জামিন পেয়ে যান এ অভিনেতা। তবে সময়মতো রিলিজ অর্ডার জেলে না আসায় গত রাতটি তার কারাগারে কাটাতে হয়েছে।

আরও পড়ুন:

আজ (১৪ ডিসেম্বর) সকাল ৬টা ৩৫ মিনিটের দিকে চঞ্চলগুড়া জেলের পেছনের দরজা থেকে বেরিয়ে আসতে দেখা যায় ‘পুষ্পা’কে। আল্লুকে বাড়ি নিয়ে যেতে এসেছিলেন তার বাবা আল্লু অরবিন্দ এবং শ্বশুর কাঞ্চর্লা চন্দ্রশেখর রেড্ডি। এদিন সকালে জেল থেকে বেরিয়ে আল্লু অর্জুন বলেন, ‘আমি দুঃখিত এবং শোকাহত। আইনকে সম্মান করি, তদন্তে সহযোগিতা করব।’

এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।