শুটিংয়ে আহত অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ১২ ডিসেম্বর ২০২৪
অক্ষয় কুমার। ছবি: সংগৃহীত

বলিউড তারকা অক্ষয় কুমার শুটিংয়ের সময় আহত হয়েছেন। মুম্বাইয়ে ‘হাউসফুল-৫’ সিনেমার দৃশ্য ধারণের সময় তিনি এ দুর্ঘটনার মুখে পড়েন। এতে অক্ষয়ের চোখ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ‘হিন্দুস্তান টাইমস’র খবরে এ তথ্য জানা গেছে।

সিনেমার সেটের এক ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, ‘অক্ষয় একটি ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় করছেন। এ সময়ে একটা কিছু উড়ে এসে তার চোখে ঢুকে যায়। সঙ্গে সঙ্গে শুটিং সেটে চোখের চিকিৎসককে ডেকে আনা হয়। তিনি অক্ষয়ের চোখে ওষুধ দিয়ে ব্যান্ডেজ বেঁধে দেন। আপাতত অভিনেতাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। অন্য অভিনেতাদের নিয়ে সিনেমার শুটিং শুরু হচ্ছে।’

সূত্রটি আরও জানিয়েছে, ‘অক্ষয় দ্রুত শুটিং শুরু করতে চাইছেন। আবারও শুটিং সেটে ফিরে আসতে মুখিয়ে রয়েছেন। একেবারে শেষ পর্যায়ের শুটিং বাকি রয়েছে। তাই অক্ষয় আর সিনেমার কাজ ফেলে রাখতে চাইছেন না।’

আরও পড়ুন:

‘হাউসফুল-৫’ সিনেমায় অক্ষয় ছাড়াও অভিনয় করছেন রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, শ্রেয়শ তলেপড়ে, চাঙ্কি পাণ্ডে, জ্যাকুলিন ফার্নান্দেজ, নার্গিক ফাকরি। এ ছাড়াও ফারদিন খান, দিনো মোরিয়া, জনি লিভার, জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত, নানা পটেকর, সোনম বাজওয়া, চিত্রাঙ্গদা সিংহ ও সৌন্দর্যা শর্মাকে দেখা যাবে।

সিনেমাটির ইউরোপের বেশ কিছু জায়গায় শুটিং হয়েছে। টানা ৪০ দিন ধরে একটি ক্রুজেও শুটিং হয়েছে এ সিনেমার। নিউক্যাসল, স্পেন, নরম্যান্ডি, প্লাইমাউথসহ বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণ করা হয়েছে। সিনেমাটির নির্মাতা তরুণ মনসুখানি। আগামী বছর ৬ জুন এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।