বিয়ে করলেন অনুরাগকন্যা আলিয়া

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭:১০ পিএম, ১২ ডিসেম্বর ২০২৪

বলিউড তারকা অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া কাশ্যপ বিয়ে করেছেন। বর ব্যবসায়ী শেন গ্রেগ। দীর্ঘদিন ধরে প্রেম করার পর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। বুধবার (১১ ডিসেম্বর) জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আলিয়া ও শেনের বিয়ের সব আনুষ্ঠাকিতা সম্পন্ন হয়েছে। তাদের বিয়েতে হাজির হয়েছিলেন বলিউডের অনেক তারকা। এসেছিলেন সদ্য বিয়ে হওয়া নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা দম্পতিও।

হালকা গোলাপি প্যাস্টেল শেডের পোশাকে সেজেছিলেন আলিয়া ও শেন। আলিয়ার লেহেঙ্গা সেজে উঠেছিল বিভিন্ন রঙের পাথরে। অন্যদিকে শেন সোনালি রঙের শেরওয়ানি পরেছিলেন। বিয়ের সময় আসরে আবেগপ্রবণ হয়ে উঠেছিলেন শেন। বধূ বেশে আলিয়াকে দেখতেই তিনি অশ্রুসিক্ত হয়েছিলেন। অন্যদিকে সাতপাক শেষ হতেই বরের ঠোঁটে ঠোঁট রাখেন আলিয়া। এভাবেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন আলিয়া।

গত মে মাসেই সুখবর দিয়েছিলেন অনুরাগ কাশ্যপের কন্যা আলিয়া কাশ্যপ। সোশ্যাল মিডিয়ায় ঘনিষ্ঠ ছবি দিয়ে জানিয়েছিলেন যে বিদেশি প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি।

 
 
 
View this post on Instagram

A post shared by aaliyah (@aaliyahkashyap)

বিদেশেই থাকেন আলিয়া কাশ্যপ। তিনি অনুরাগ ও তার প্রথম স্ত্রী আরতি বাজাজের মেয়ে। পেশায় ইউটিউবার। দীর্ঘদিন ধরেই প্রেমিকের সঙ্গেই থাকেন আলিয়া। গত মে মাসেই শেন গ্রেগয়েরের সঙ্গে আংটিবদলের ছবি শেয়ার করেছিলেন অনুরাগকন্যা। বৃস্পতিবার সন্ধ্যায় মুম্বাইতে এক বাগদান পার্টির আয়োজন করেন আলিয়া-শেন। যেখানে খুশি কাপুর, সুহানা খান, ইব্রাহিম খান, পলক তিওয়ারি মতো স্টারকিডদের দেখা গেছে।

আরও পড়ুন:

মে মাসের ২০ তারিখ সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করেছিলেন আলিয়া। একটিতে তার হাতে হীরার আংটি দেখা যাচ্ছে, অন্যটিতে প্রেমিককে নিবিড় চুম্বন করছেন তিনি। ক্যাপশনে লেখা- ‘অবশেষে সেই দিন! আমার সবেচেয়ে প্রিয় বন্ধু, আমার সঙ্গী, আমার সোলমেট এখন আমার বাগদত্ত। তুমিই আমার ভালোবাসা, আসল প্রেম কেমন হয় তা আমায় অনুভব করানোর জন্য ধন্যবাদ। তোমায় হ্যাঁ, বলা আমার জীবনের সবচেয়ে সহজ সিদ্ধান্ত। তোমার সঙ্গে সারাটা জীবন কাটানোর জন্য মুখিয়ে রয়েছি। খুব ভালোবাসা তোমায় বাগদত্ত (বিশ্বাসই করতে পারছি না এই নামে তোমায় ডাকছি)।’ মেয়ের জীবনের এ বিশেষ মুহূর্ত নিয়ে অনুরাগ কাশ্যপ ভীষণ খুশি।

এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।