এই তবে ‘টুয়েলভথ ফেল’ অভিনেতার বিরতির কারণ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:০১ পিএম, ০২ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ দুই সিনেমা করে যেন ক্লান্ত হয়ে পড়েছেন জনপ্রিয়তা পাওয়া ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা বিক্রান্ত ম্যাসি। রীতিমতো ঘোষণা দিয়ে লম্বা বিরতিতে যাচ্ছেন তিনি। তার বিরতি নেওয়ার কারণ অত্যন্ত মানবিক।

বক্স অফিস তোলপাড় করা ‘টুয়েলভথ ফেল’ ম্যাসিকে এনে দিয়েছিল অনেক খ্যাতি। গতবছর ‘টুয়েলভথ ফেল’ সিনেমায় ভারতের আইপিএস কর্মকর্তা মনোজ কুমার শর্মার জীবনসংগ্রামের গল্প পর্দায় তুলে ধরেছিলেন বিক্রান্ত। দর্শকদের একের পর এক হিট ছবি উপহার দিচ্ছিলেন তিনি। অনেকের মতে ক্যারিয়ারের সবচেয়ে সুসময় পার করছিলেন তিনি। অথচ এই সময়েই তিনি জানিয়ে দিলেন, আপাতত আর নয় অভিনয়। ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি নিশ্চিত করেছেন যে, ২০২৫ সাল থেকে আপাতত তাকে আর কোনো সিনেমায় দেখা যাবে না।

jagonews24

ইনস্টাগ্রামের ওই নোটে বিক্রান্ত ম্যাসি লিখেছেন, ‘গত কয়েক বছর ও পরের সময়টা আমার অসাধারণ কেটেছে। আপনাদের অকুণ্ঠ সমর্থনের জন্য আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। কিন্তু আমি যতই এগিয়ে যাচ্ছি, বুঝতে পারছি যে, নিজেকে অন্যভাবে সাজাতে হবে এবং বাড়ি ফিরতে হবে, একজন স্বামী, পিতা ও পুত্র হিসেবে। এবং অভিনেতা হিসেবেও।’

jagonews24

নিজের নতুন সিনেমা নিয়ে তিনি লিখেছেন, ‘আসছে ২০২৫ সালে আমাদের শেষবারের মতো দেখা হবে, যতক্ষণ না সবকিছু ঠিকঠাক মনে হয়। শেষ দুটি সিনেমা এবং অনেক বছরের সুখস্মৃতির জন্য আপনাদের আবারও ধন্যবাদ, সবকিছুর জন্য চিরঋণী থাকবো।’

দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে বলিউড, টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন বিক্রান্ত ম্যাসি। ২০০৯ সালে ‘বালিকা বধূ’ সিরিজ দিয়ে পরিচিতি পান বিক্রান্ত। ‘টুয়েলভথ ফেল’ ছাড়াও ‘হাসিনা দিলরুবা’, ‘সবরমতী রিপোর্ট’, এবং ‘সেক্টর থার্টি সিক্স’-এর মতো সিনেমাগুলোয় তার অভিনয় সমালোচকদের পাশাপাশি দর্শকদেরও মুগ্ধ করেছে। সর্বশেষ ‘সবরমতী রিপোর্ট’-এ তাকে দেখা গেছে তাকে। যদিও ছবিটি ঘিরে রয়েছে নানান বিতর্ক। ২০২৫ সালে আসতে পারে তার নতুন ও আপাতত শেষ সিনেমা ‘ইয়ার জিগরি’।

এমআই/আরএমডি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।