‘বন্দনা’ অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৫৯ পিএম, ০২ ডিসেম্বর ২০২৪
শোবিতা শিবান্না। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

কর্ণাটকি সিনেমা ‘বন্দনা’র অভিনেত্রী শোবিতা শিবান্নার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (১ ডিসেম্বর) রোববার ভারতের হায়দরাবাদের ফ্ল্যাটে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার বয়স হয়েছিল ৩০ বছর।

শোবিতা শিবান্না দক্ষিণ ভারতের কন্নড় সিনেমা ও টেলিভিশন অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী। পুলিশ সূত্রে জানা গেছে, তেলেঙ্গানার রাঙ্গারেড্ডির ফ্ল্যাটে থাকতেন শোবিতা। প্রাথমিকভাবে তার মৃত্যুর ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করছে পুলিশ।

শোবিতার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গান্ধী হাসপাতালে পাঠানো হয়। এই মর্মান্তিক মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মামলার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

শোবিতার অভিনীত বেশ কয়েকটি সিনেমা জনপ্রিয়তা পেয়েছে। সেসবের মধ্যে ‘ইরাডোন্ডলা মুরু’, ‘এটিএম: অ্যাটেম্পট টু মার্ডার’, ‘জ্যাকপট’ এবং ‘বন্দনা’ অন্যতম। তিনি ছিলেন ‘গালিপাতা’, ‘মঙ্গলা গৌরী’, ‘কোগিলে’, ‘ব্রহ্মগন্তু’, ‘কৃষ্ণা রুক্মিণী’র মতো টিভি ধারাবাহিকের প্রিয় মুখ।

১৯৯২ সালে জন্ম শোবিতার। স্কুলজীবন থেকেই তিনি শিল্পকলার প্রতি আগ্রহী ছিলেন। বিনোদন অঙ্গনে পা রাখার আগে ফ্যাশন ডিজাইনিংয়ে পড়তে তিনি ভর্তি হন ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজিতে। মৃত্যুর আগে ইনস্টাগ্রামে তিনি সর্বশেষ পোস্ট করেছিলেন ১৬ নভেম্বর। তার মৃত্যুর খবর বিশ্বাস করতে পারছেন না তার অনুরাগীরা।

আরএমডি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।