শুটিংয়ে আহত সুনীল শেঠি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ০৭ নভেম্বর ২০২৪
সুনীল শেঠি। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা সুনীল শেঠি শুটিং ফ্লোরে আহত হয়েছেন। ‘হান্টার: টুটেগা নহি তোড়েগা’ ওয়েব সিরিজের শুটিং করতে গিয়ে তিনি এ দুর্ঘটনার মুখে পড়েন। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ সূত্রে এমনটাই জানা গেছে। ওয়েব সিরিজটিতে বেশ কিছু অ্যাকশন দৃশ্য রয়েছে। এরকমই একটি দৃশ্যের শুটিং করতে গিয়ে আজ (৭ নভেম্বর) সকালে বুকের পাঁজরে আঘাত পেয়েছেন সুনীল। অভিনেতা তার সোশ্যাল মিডিয়াতেও এ তথ্য শেয়ার করেছেন। এ খবরব ছড়িয়ে পড়তেই তার অনুরাগীরা চিন্তিত হয়ে পড়েছেন।

শুটিং ইউনিট সূত্র জানাচ্ছে, একটি ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন সুনীল। ফ্লোরে যাবতীয় নিরাপত্তার বিষয়ে খেয়াল রাখা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও অভিনেতার বুকে জোরে ধাক্কা লাগে। ফ্লোরে উপস্থিত টিম তৎক্ষণাৎ তার প্রাথমিক চিকিৎসা করেন। ফ্লোরেই সুনীলের পাঁজরের এক্সরে করা হয়। আপাতত চিকিৎসকেরা অভিনেতাকে কয়েক দিনের জন্য বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

বিজ্ঞাপন

তবে অভিনেতার চোটের খবর ছড়িয়ে পড়তেই, সোশ্যাল মিডিয়ায় নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন সুনীল। ইনস্টাগ্রামের স্টোরিতে অভিনেতা লিখেছেন, ‘সামান্য আঘাত, গুরুতর কিছু নয়! আমি খুব ভালো আছি এবং পরবর্তী শুটিংয়ের জন্য তৈরি হচ্ছি। আমার খোঁজ নেওয়ার জন্য আপনাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ’।

বলিউডে সিনেমা এবং ওয়েব সিরিজে দিন দিন অ্যাকশন দৃশ্যের চাহিদা বাড়ছে। ফলে প্রায়ই অভিনেতারা শুটিং ফ্লোরে আঘাত পেয়ে আহত হচ্ছেন। কিছুদিন আগে শুটিং ফ্লোরে আঘাত পান দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। এবার সুনীল শেঠির আহত হওয়ার পর শুটিং ফ্লোরে অভিনেতারদের সুরক্ষার বিষয়টি আলোচনা শুরু হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।