বাবাকে বাঁচাতে গাড়ি কিনে দিলেন সালমান খান
ভারতের ব্যাপক আলোচিত বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডে রীতিমতো নড়েচড়ে বসেছে মুম্বাই প্রশাসন। মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী অজিত পাওয়ারের দল এনসিপির নেতা বাবা সিদ্দিকিকে খুনের ঘটনায় মুম্বাইয়ের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার পর বলিউড সুপারস্টার সালমান খানের বাড়ির নিরাপত্তাও বৃদ্ধি করা হয়েছে।
তাকে হত্যার একের পর এক হুমকি আসছে। চলাফেরার নিরাপত্তার জন্য গত সপ্তাহে ২ কোটি টাকার বুলেটপ্রুফ গাড়ি কিনেছেন সালমান খান। বুলেটরোধী গাড়িতে প্রায় জনা ষাটেক নিরাপত্তারক্ষী নিয়ে চলাফেরা করতে হচ্ছে তাকে।
এবার গাড়ি কিনলেন বাবা সেলিম খানের জন্য। কারণ হুমকি দেওয়া হচ্ছে তার বাবাকেও।
কিছু দিন আগেই এক সাক্ষাৎকারে সেলিম খান দাবি করেছিলেন, তার ছেলে সালমান কোনোভাবেই কৃষ্ণসার হত্যা করতে পারে না। এ ঘটনায় সালমান সম্পূর্ণ নির্দোষ। এতেই সেলিম খানের ওপরে চটেছেন বিষ্ণোইরা। কিছুদিন আগে সালমানের সঙ্গে সেলিমের বিরুদ্ধেও বিক্ষোভ দেখান তারা। সেই মুহূর্তের ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এর মাঝেই শোনা যাচ্ছে ১.৫৭ কোটি রুপি দিয়ে বাবা সেলিমের জন্য নতুন মার্সিডিজ গাড়ি কিনেছেন সালমান খান। বান্দ্রায় অভিনেতার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে এই গাড়িটি। অভিনেতার বাবার বাড়তি নিরাপত্তার কথা ভেবেই কি তবে গাড়ি বদল!
সেলিম খান জানিয়েছিলেন, তার ছেলে একটা আরশোলা পর্যন্ত মারতে পারে না। বিষ্ণোইরা অর্থ ও খ্যাতির লোভে সালমানকে হুমকি দিচ্ছেন। কিছুদিন আগে সালমান খানেরও একটি পুরনো ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে সালমান দাবি করেছিলেন, কৃষ্ণসারকে গুলিটা তিনি ছোড়েননি। তার সঙ্গে সেদিন ছিলেন সাইফ আলি খান, সোনালি বেন্দ্রে ও টাব।
যদিও সালমান জানাননি, কে আসলে সেদিন গুলি ছুড়েছিলেন।
এলএ/এমএস