পুরুষেরা সন্তানধারণে সক্ষম হলে যা হতো, শাহরুখের মতে

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮:০১ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৪

শাহরুখ খানের রসবোধ অসাধারণ! বলিউড নয়, সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা ভক্তরাও সে কথা জানেন। সম্প্রতি নতুন করে ছড়িয়ে পড়া শাহরুখের এক ভিডিও ক্লিপেও সে রকম দেখা গেছে। নিজের রসবোধের পরিচয় দিতে গিয়ে অদ্ভুত এক মন্তব্য করেছেন এই অভিনেতা। তা আবার সবার হৃদয় ছুঁয়ে গেছে।

স্কুলের পাঠ্যক্রমে যৌনশিক্ষা রাখা উচিত কি না তা নিয়ে আছে নানা বিতর্ক। ওই ভিডিওতে শাহরুখকে এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাবে শাহরুখ জানান, স্কুলে একমাত্র যৌনশিক্ষা নিয়েই তার সবচেয়ে বেশি আগ্রহ ছিল। অন্য বিষয় নিয়ে তার তেমন মাথাব্যথা ছিল না। মজা করে তিনি বলেন, ‘স্কুলে তো যৌনশিক্ষাই দেওয়া হয়। এখনকার ছাত্রদের জিজ্ঞেস করে দেখুন, ওরাও যৌনশিক্ষা বিষয়েই বেশি আগ্রহী। অন্য কোনও ধরনের শিক্ষা তো স্কুলে দেওয়াই হয় না!’

পরের প্রশ্নে সঞ্চালক জানতে চান, পুরুষেরা যদি সন্তানধারণে সক্ষম হন, তা হলে কী হবে? সেই প্রশ্নে শাহরুখের উত্তর শুনে মুগ্ধ সবাই। শাহরুখ বলেছেন, ‘পুরুষেরা যদি সন্তানধারণ করতে সক্ষম হয় তাহলে নারীদের প্রতি তাদের শ্রদ্ধা আরও বেড়ে যাবে।’

আরও পড়ুন:

নারীদের প্রতি শাহরুখ যে ভীষণ শ্রদ্ধাশীল, সে কথা কার না জানা। স্ত্রী, কন্যা বা সহশিল্পী নায়িকা, সবার প্রতি ভীষণ যত্নশীল এই অভিনেতা। এ প্রসঙ্গে এক দুষ্টুমিভরা কথাও একবার বলতে শোনা গিয়েছিল শাহরুখকে। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘নারীদের আমার খুব ভালো লাগে। আমি চাই আমার জীবন ঘিরে থাকুন নারী আর নারী। কারণ তারা খুব সচেতন, ভদ্র, নম্র ও সুন্দর। তাদের শরীর থেকে সুন্দর ঘ্রাণ আসে, আর তাদের কণ্ঠস্বর খুব সুন্দর। আমি নারীদের খুব খুব পছন্দ করি আর সেটা লুকিয়ে রাখি না। কিন্তু আমার ভালোবাসা শারীরিক নয়। নারীদের ভালোবাসি মানে তাদের সঙ্গে কোনো সম্পর্কে জড়াতে চাই তাও নয়।’

এই মুহূর্তে শাহরুখ ব্যস্ত তার নতুন ছবি ‘কিল’ নিয়ে। সুজয় ঘোষের পরিচালনায় এই ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন মেয়ে সুহানাও।

আরএমডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।