যেভাবে হৃতিককে সরিয়ে ‘ডন’ করা হয় শাহরুখকে

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭:৩০ পিএম, ০৯ আগস্ট ২০২৪
হৃতিক রোশান ও শাহরুখ খান

এই প্রজন্মের অনেকেই জানেন না, ‘ডন’ ছবিটি শাহরুখের নয়। শুরুতে বলিউডের ডন ছিলেন অমিতাভ বচ্চন। ১৯৭৮ সালে মুক্তি পায় ছবিটি। পরে ২০০৬ সালে নতুন ডন হিসেবে পর্দায় আসেন শাহরুখ খান। বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল সেই সিনেমা। সম্প্রতি নতুন ‘ডন’ ছবির নির্মাতা জানালেন, শুরুতে ছবিটিতে অভিনয় করার কথা ছিল হৃতিকের। কীভাবে বাদ দেওয়া হয়েছিল তাকে? এই প্রথম সে প্রসঙ্গে কথা বললেন ‘ডন’ পরিচালক ফারহান আখতার।

সম্প্রতি এক সাক্ষাৎকার ফারহান বলেন, ‘হৃতিকের সঙ্গে “লক্ষ্য” ছবিতে কাজ করে ভালো লেগেছিল। যখন “ডন” নির্মাণের পরিকল্পনা চলছিল, তখন মাথায় ছিল হৃতিকের কথা। তাকে প্রস্তাবও দিয়েছিলাম। একবাক্যে রাজি হয়ে গিয়েছিল হৃতিক। তাকে বলেছিলাম, চিত্রনাট্য লেখা শেষ হোক, তারপর যোগাযোগ হবে। আমি লিখতে শুরু করলাম।’

মজার ঘটনা হল ‘ডন’ ছবির চিত্রনাট্য যতই এগোতে থাকল, ডন হিসেবে হৃতিকের বদলে ফারহানের চেতনায় বারবার এসে পড়ছিল শাহরুখের ছবি। তার হাসি, রসিকতা, দুষ্টুমি ফারহানের লেখা ডনের সঙ্গে মিলে যাচ্ছিল। সে প্রসঙ্গে ফারহান বলেন, ‘লেখা যত এগোতে লাগলো, মনে হচ্ছিল, হৃতিক নয় “ডন” হিসেবে আমার মনের মধ্যে ঢুকে পড়ছে শাহরুখ খান। তার ব্যক্তিত্ব, রসবোধ, ব‌্যঙ্গাত্মক হাসি, সবমিলে মনে হল, নাহ, শাহরুখকেই ডন বানানো উচিত। শাহরুখের সঙ্গে আমার পরিচয় ছিল, তার সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগও হয়েছিল। মনে হল শাহরুখকেই ডন হিসেবে ভালো মানাবে।’

কিন্তু হৃতিককে তো বলে ফেলেছিলেন পরিচালক ফারহান! তাকে বাদ দিলেন কীভাবে? সে প্রসঙ্গে এই নির্মাতা বলেন, ‘একদিন হৃতিককে ফোন করি। অনেক দ্বিধা নিয়ে বিষয়টি তাকে খুলে বলি। শুনে হৃতিক বলেছিল, সিনেমাটা তোমার, কাকে দিয়ে করালে ভালো হবে, সেটা তুমিই ভালো বুঝবে। তোমার যদি মনে হয় ডন চরিত্রে শাহরুখকে ভালো লাগবে, তাহলে তাকে নিয়ে নাও। আমাকে নিয়ে ভেবো না। হৃতিকের এই উদারতা ভীষণ ভালো লেগেছিল সেদিন।’

আরও পড়ুন:

জোয়া আখতারের পরিচালনায় ‘লাক বাই চান্স’ এবং ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন হৃতিক ও ফারহান। এরপর ফারহানের পরিচালনায় ‘ডন ২’ ছবিতে অতিথি চরিত্রে কাজ করেছিলেন হৃতিক। জানা গেছে, ২০২৫ সালে মুক্তি পাচ্ছে ‘ডন-৩’। ছবিতে শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও থাকবেন কিয়ারা আদভানি, রণবীর সিং প্রমুখ।

আরএমডি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।