দুই উকিলের লড়াই নিয়ে কবে আসছে জলি এলএলবি ৩

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:১৭ পিএম, ২৭ জুলাই ২০২৪

হলে ফিরছে ‘জলি এলএলবি’। এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ভাগের ছবিতে মুখোমুখি হবেন আরশাদ ওয়ার্সি এবং অক্ষয় কুমার। ইতিমধ্যে এই ছবির দুটি ভাগ মুক্তি পেয়েছে। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল আরশাদ ওয়ার্সিকে। ছবির দ্বিতীয় ভাগে তার জায়গায় নেওয়া হয় অক্ষয় কুমারকে। দুটো ছবিই বক্স অফিসে বেশ হিট করেছিল।

এবার এই দুই ভাগের দুই মুখ্য অভিনেতা একত্রিত হয়ে আসছেন। তারা একসঙ্গে এই ছবির তৃতীয় ভাগ আনতে চলেছেন। এখানে দুই জলির টক্কর দেখা যাবে। মুখোমুখি লড়াই হবে অক্ষয় এবং আরশাদের।

বিজ্ঞাপন

আর নতুন খবর হলো আসছে বছরের এপ্রিলেই মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এপ্রিলের ১০ তারিখে এই ছবির মুক্তির বুকিং দেয়া হয়েছে বলে খবর নিশ্চিত করেছে পিঙ্কভিলা। গণমাধ্যমটি জানায়, ডিজনির ব্যানারে বিশ্বজুড়ে সিনেমাটি মুক্তি পাবে।

সুভাষ কাপুর পরিচালক এই তারিখটি বেছে নেয়া প্রসঙ্গে বলেন, ‘এপ্রিলের ১০ তারিখ বৃহস্পতিবার। এদিন মহাবীর জয়ন্তির ছুটি। এরপর রবিবার সাপ্তাহিক ছুটির পর সোমবার আম্বেদকার জয়ন্তির ছুটি রয়েছে টানা পাঁচদিনের। সেই ছুটিটা আমরা ধরতে চাই। আমি মনে করি পারিবারিক নাটকীয় ধাঁচের ছবিগুলোর জন্য এই ছুটিটা কাজে লাগবে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ছবিটিতে অক্ষয় কুমার ও আরশাদ ওয়ার্সির সঙ্গে দেখা যাবে হুমা কোরেশী, সুশীল পান্ডে, সৌরভ শুক্লাকে।

এলএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।