বাড়িতে গুলি কাণ্ড নিয়ে মুখ খুললেন সালমান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৫৮ এএম, ২৫ জুলাই ২০২৪

বলিউড ভাইজান খ্যাত সালমান খান বিষ্ণোই গ্যাংয়ের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। বেশ কয়েকবার তার তার ওপর আক্রমণের চেষ্টা করেছে লরেন্স বিষ্ণোইয়ের দল। শুধু সালমানকেই নয়, পরিবারের অন্য সদস্যদের ওপরও দলটি হামলার চেষ্টা করেছে। এমনটা ভাইজান নিজেই জানিয়েছেন।

জানা গেছে, মুম্বাই পুলিশ একটি চার্জশিট দাখিল করেছে। ১৭৩৫ পাতার চার্জশিটে উল্লেখ রয়েছে, সালমান বিস্তারিত জানিয়েছেন কীভাবে তিনি এবং তার পরিবারের সদস্যরা বিষ্ণোই দলের পক্ষ থেকে হুমকি পাচ্ছেন।

চলতি বছরের জানুয়ারি মাসে সালমানের খামারবাড়ি পানভেলে দুই ব্যক্তি প্রবেশের চেষ্টা করেছিলেন। ওই দুই ব্যক্তিকে বিষ্ণোই গ্যাংয়ের দুষ্কৃতকারী হিসেবে চিহ্নিত করেছে মুম্বাই পুলিশ। পরে মুম্বাইয়ে সালমানের বাড়ি ‘গ্যালাক্সি’-র সামনে গুলিবর্ষণের ঘটনায় বেশ তৎপর হয়েছিল মুম্বাই পুলিশ। জিজ্ঞাসাবাদে সালমান জানিয়েছিলেন, ভোরবেলা তার বাড়ির সামনে বাজি ফোটার মতো শব্দ হয়েছিল।

এ প্রসঙ্গে সালমানের ভাষ্য, ‘আমি আতশবাজি ফোটার মতো শব্দ শুনতে পাই। তখন ঘড়িতে সময়, ভোর ৪টা ৫৫ মিনিট। বাড়ির নিরাপত্তারক্ষীরা জানান, বাইরে থেকে দুই দুষ্কৃতকারী মোটরবাইকে চড়ে গ্যালাক্সির সামনে এসে দাঁড়ান। দোতলার বারান্দাকে লক্ষ্য করে তারা গুলি ছুড়েছিলেন।’

ভাইজান আরও বলেন, ‘আমার ও আমার পরিবারের সদস্যদের ওপর হামলার অনেকবার চেষ্টা করা হয়েছে। শুনেছি, এ হামলার দায় নিয়েছে লরেন্স বিষ্ণোই। তাই ওরাই আমার বাড়ির সামনে গুলিবর্ষণ করেছিল বলে আমি বিশ্বাস করি।’

২০২৩ সালের আগস্ট মাস থেকে একাধিকবার সালমানের ওপর হামলার চেষ্টা করে বিষ্ণোই গ্যাং। মুম্বাই পুলিশের দাখিল করা এ চার্জশিট মতে, পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে যেভাবে হত্যা করা হয়েছিল, সেই একই কায়দায় সালমানকে হত্যার পরিকল্পনা করেছিল বিষ্ণোই গ্যাং।

এমনকি মুম্বাই পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছিল, পাকিস্তান থেকে আনা আগ্নেয়াস্ত্র দিয়ে লরেন্স বিষ্ণোইয়ের দল সালমানের ওপর হামলার পরিকল্পনা করেছিল।

এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।