চলে গেলেন বলিউডের খ্যাতিমান নির্মাতা সিকান্দার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭:৩০ পিএম, ২৫ মে ২০২৪

চলে গেলেন বলিউডের প্রবীণ চলচ্চিত্র নির্মাতা সিকান্দার ভারতী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। নিজের বাড়িতেই মারা যান তিনি।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন সিকান্দার ভারতী। আজ (২৫ মে) মুম্বাইয়ের ওশিওয়ারা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

সিকান্দার ভারতীর আকস্মিক মৃত্যুতে শোবিজে শোকের ছায়া নেমেছে। অনেক তারকারই সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে তাকে নিয়ে বিভিন্ন স্মৃতিচারণ করছেন।

চলতি বছরের শুরু থেকেই বলিউড একের পর এক তার প্রিয়জনকে হারাচ্ছে। সম্প্রতি নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন অমিতাভ বচ্চনের ফটোকপি খ্যাত অভিনেতা ফিরোজ খান। তার মৃত্যুর শোকের রেশ এখনো কাটেনি ভক্তরদের মন থেকে। এর মধ্যেই আবারও শোকের ছায়া বলিউডে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।