কী হয়েছে রাখি সাওয়ান্তর!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৪৬ পিএম, ১৬ মে ২০২৪

বলিউডের বিতর্কের রানি খ্যাত রাখি সাওয়ান্ত সব সময়েই খবরের শিরোনামে থাকতে ভালোবাসেন। কোনো না কোনো কারণে তাকে নিয়ে নিয়মিতই আলোচনা হয়।

আবারও সংবাদের শিরোনামে এলেন রাখি শাওয়ান্ত। ‘আনন্দবাজার’সহ ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে জানা গেছে, হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাখি সাওয়ান্ত। হার্টের একাধিক সমস্যার কারণে নাকি হাসপাতালে ভর্তি করতে হয়েছে এ অভিনেত্রীকে।

বিজ্ঞাপন

আরও পড়ুন:

রাখি সাওয়ান্তের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। যা মুহূর্তের মধ্যে সবাইকে চমকে দিয়েছে। শুধু তাই নয়, তাকে দেখে ভক্তরা তার স্বাস্থ্য নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। ছবিতে দেখা গেছে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন রাখি সাওয়ান্ত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

 
 
 
View this post on Instagram

A post shared by Telly Talk (@tellytalkindia)

ছবির আরও দেখা গেছে রাখির চোখ বন্ধ, হাতে স্যালাইনের চ্যানেল এবং একটি পালস অক্সিমিটার তার ডান হাতের আঙ্গুলের সঙ্গে লাগানো। এ ছবি ভাইরাল হতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা-অনুরাগীরা।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

রাখির ঠিক কী হয়েছে তা এখনো স্পষ্ট জানা যায়নি। একটি সূত্র থেকে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়েই হাসপাতালে ভর্তি রাখি৷ সোশ্যাল মিডিয়ায় হাসপাতালের ছবি ভাইরাল হতেই সবাই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন৷ তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন সেই প্রার্থনা করছেন সবাই।

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।