২৮ বছরে চলে গেলেন জনপ্রিয় তামিল সুরকার-সংগীতশিল্পী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৬ পিএম, ০২ মে ২০২৪

মাত্র ২৮ বছর বয়সে চলে গেলেন তামিল সিনেমার জনপ্রিয় সুরকার-সংগীতশিল্পী প্রবীণ কুমার। জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। আজ (২ মে) সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বুধবার (১ মে) বিকালে প্রবীণ কুমারকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শুরু হলেও তার স্বাস্থ্যের কোনো ‍উন্নতি হয়নি। ভক্তদের কাঁদিয়ে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় তিনি শেষ মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন

প্রবীণের মৃত্যুর খবরে শোকস্তব্ধ তামিল ইন্ডাস্ট্রি। উদীয়মান সংগীতশিল্পীর অকাল প্রয়াণে সমবেদনা ও শ্রদ্ধা জানিয়েছেন। আজ সন্ধ্যা ৬ টায় তার বাসভবনে শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তামিল ইন্ডাস্ট্রির তারকারা শ্রদ্ধা জানাতে আজ তার বাসভবনে যাবেন বলে শোনা গেছে। তার অকালমৃত্যুতে বিরাট ক্ষতি বিনোদন জগতে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।