রামমন্দিরে প্রভাসের ৫০ কোটি অনুদানের গুঞ্জন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭:০৯ পিএম, ১৯ জানুয়ারি ২০২৪

দক্ষিণী সিনেমার সুপার স্টার প্রভাসের ‘আদিপুরুষ’ সিনেমাটি গত বছর মুক্তি পায়। এতে তিনি রামের চরিত্রে রূপদান করে ব্যাপক আলোচিত-সমালোচিত হন। সিনেমাটি মুক্তির পর থেকে একের পর এক বিতর্কের মুখে পড়ে।

শুধু তা-ই নয় ‘আদিপুরুষ’ বয়কটের ডাক দেন নেটিজেনদের একাংশ। এ পর্যায়ে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি। এবার রামমন্দির উদ্বোধনে এ সিনেমার নায়ক প্রভাসই নাকি ৫০ কোটি রুপি অনুদান দিচ্ছেন বলে শোনা যাচ্ছে। কেউ কেউ এটিকে গুঞ্জন বলে অভিহিত করছেন।

আরও পড়ুন: প্রতি সিনেমায় কত টাকা আয় করেন ‘বাহুবলী’খ্যাত প্রভাস?

এ খবর ছড়িয়ে পড়তেই সমালোচকরা বলছেন, ‘আদিপুরুষ’ বিতর্ক ঢাকতেই প্রভাস এমন উদ্যোগ নিতে পারেন।

ভারতের অন্ধপ্রদেশের বিধায়ক চিরলা জাগিরেড্ডি জানান, আসছে ২২ তারিখ রামমন্দিরের ‘প্রাণপ্রতিষ্ঠা’ উপলক্ষে যত দর্শনার্থী আসবেন তাদের সবার খাওয়ার খরচের দায়িত্ব নিয়েছেন প্রভাস।

যদিও রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’র দিন প্রভাস আদৌ নিমন্ত্রিত কি না, সেই নিয়ে সংশয় রয়েছে। রজনীকান্ত, চিরঞ্জিবী, রাম চরণ, ধনুষদের আমন্ত্রণ জানানো হলেও প্রভাসকে নিয়ে রয়েছে প্রশ্ন। কোনো কোনো সূত্র বলছে, প্রভাসকে আমন্ত্রণই জানানো হয়নি।

জানা গেছে, ‘আদিপুরুষ’ সিনেমার সময় থেকেই নাকি ভারতের দক্ষিণপন্থী সংগঠনগুলোর রোষের মুখে পড়েন প্রভাস। অনেকেই ভেবেছিলেন, তার ক্ষতিপূরণ করতে হয়তো এই বিরাট অংকের অনুদান দিচ্ছেন অভিনেতা।

তবে তেমনটা একেবারেই করছেন না অভিনতো। প্রভাসের ঘনিষ্ঠ সূত্র জানান, এ খবর একেবারেই মিথ্যা, কেবলই রটনা, গুঞ্জন।

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।