সালতামামি ২০২৩

বলিউডের সাড়া জাগানো ৫ সিনেমা

মিজানুর রহমান মিথুন
মিজানুর রহমান মিথুন মিজানুর রহমান মিথুন , লেখক ও সাংবাদিক
প্রকাশিত: ০২:২২ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৩

উপমহাদেশের চলচ্চিত্রপ্রেমীদের কাছে মূলত আগ্রহের বিষয় হচ্ছে বলিউড সিনেমা নিয়ে। এ অঞ্চলের প্রায় প্রত্যেকটি দেশের দর্শকরাই আগ্রহ ভরে বলিউডের সিনেমা উপভোগ করেন। শুধু তা-ই নয়, বিশ্বের আরও অনেকে দেশেই বলিউড সিনেমার দর্শক রয়েছে।

অন্যান্য বছরের ২০২৩ সালে বলিউডেও মুক্তি পেয়েছে উল্লেখযোগ্য সংখ্যক সিনেমা। এর কোনো কোনোটি বলিউডে ইতিহাস তৈরি করেছেন। অন্যদিকে কিছু সিনেমা মুখ থুবড়ে পড়েছে। এবার জেনে নিন চলতি বছরের বলিউডে সাড়া জাগানো সিনেমা সম্পর্কে-

‘পাঠান’: বলিউড বাদশা শাহরুখ খান চলতি বছরের শুরুতেই ‘পাঠান’ সিনেমা দিয়ে ঝড় তুলেছেন। দীর্ঘ চার বছরের বিরতি শেষে এ সিনেমা দিয়ে বক্স অফিস মাত করেছেন শাহরুখ খান। ২৫ জানুয়ারি মুক্তি পায় শাহরুখ-দীপিকা অভিনীত ‘পাঠান’ সিনেমাটি। এটি নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। ‘পাঠান’ সিনেমায় জন আব্রাহাম খলনায়ক রূপে হাজির হয়েছেন। অন্যদিকে সালমান খান সিনেমাটিতে ক্যামিও করেছেন। ‘পাঠান’ মুক্তির পরপরই বলিউডে একের পর এক রেকর্ড সৃষ্টি করেছে।

আরও পড়ুন: জয়জয়কার ছিল ঢাকাই সিনেমার

‘জওয়ান’: ‘পাঠান’ ঝড় থামতে না থামতেই বলিউড কিং খান তার ভক্ত-অনুরাগীদের জন্য নিয়ে এলেন চলতি বছরের দ্বিতীয় সিনেমা ‘জওয়ান’। এটিও মুক্তির সঙ্গে বক্স অফিস কাঁপিয়ে দেয়। ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসে সিনেমাটি। দক্ষিণী সিনেমার খ্যাতিমান নির্মাতা অ্যাটলি ‘জওয়ান’ নির্মাণ করেছেন। সিনেমাটিতে শাহরুখ ছাড়া নয়নতারা, বিজয় থালাপতিসহ আরও অনেকে অভিনয় করেছেন। বলিউড সুপার স্টার দীপিকা পাড়ুকোন এতে ক্যামিও করেছেন।

‘ডানকি’: চলতি বছর বলিউড যেন শাহরুখের দখলেই ছিল। বছরের শেষে ‘ডানকি’ সিনেমা উপহার দিয়ে চমকে দিয়েছেন কিং খান। নির্মাতা রাজকুমার হিরানির এ সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পায় ২১ ডিসেম্বর। সিনেমাটিতে শাহরুখ ছাড়া আরও অভিনয় করেছেন তাপসী পান্নু, বোমান ইরানি এবং ভিকি কৌশল প্রমুখ।

আরও পড়ুন: টালিউড সিনেমার সেরা গান

‘অ্যানিমেল’: রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমাটি ১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায়। সন্দীপ রেড্ডি ভাঙ্গা ‘অ্যানিমেল’ পরিচালনা করেছেন। এটি মুক্তির পরপরই বক্স অফিস মাত করে। ২০০ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে ‘অ্যানিমেল’। সিনেমাটিতে রণবীরের সঙ্গে দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা জুটি বেঁধেছেন। ‘অ্যানিমেল’ সিনেমায় আরও অভিনয় করেছেন অনিল কাপুর, শক্তি কাপুর, প্রেম চোপড়া, ববি দেওল, সৌরভ সচদেব প্রমুখ।

আরও পড়ুন: ব্যবসার মুখ দেখেনি ভারতীয় যেসব সিনেমা

‘টাইগার থ্রি’: বলিউড ভাইজান খ্যাত সালমান খান অভিনীত এ সিনেমা মুক্তি পায় চলতি বছরের ১২ নভেম্বর। এটি টাইগার ফ্রাঞ্চাইজির তৃতীয় সিনেমা ‘টাইগার থ্রি’। সালমান খানের এ সিনেমা বেশ সাড়া ফেলেছিল।

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।