রামমন্দির উদ্বোধনে বলিউড থেকে যাচ্ছেন একমাত্র অনুপম

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:৪৯ পিএম, ২৯ অক্টোবর ২০২৩

আগামী বছরের ২২ জানুয়ারি ভারতের অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করা হবে। ‘প্রাণপ্রতিষ্ঠা’র সেই মুহূর্তের সাক্ষী থাকতে মুখিয়ে রয়েছেন ভারতবাসী। ভারতসহ বিদেশ থেকে অনেক অতিথি আসবেন উদ্বোধনের দিন।

এ দিনটিতে অযোধ্যা শহরে থাকবে উপচেপড়়বে ভিড়, এ নিয়ে নিশ্চিত সেখানকার প্রশাসন। মন্দির উদ্বোধনের এখনো আড়াই মাস বাকি। তার আগেই ৮০ শতাংশ হোটেল বুকিং হয়ে গিয়েছে বলে দাবি তাদের। এমন এক বড়সড় ‘ইভেন্ট’-এ বলিউড থেকে কেউ থাকবে না, তা কী করে সম্ভব! তবে শুধু একজন থাকবেন। রামমন্দির উদ্বোধনে বলিউড থেকে একমাত্র আমন্ত্রিত অতিথি হলেন অভিনেতা অনুপম খের।

আরও পড়ুন: বলিউডে শুধুই স্টার তৈরি হয়, আসল সিনেমা হচ্ছে দক্ষিণে: অনুপম খের

কঙ্গনা রানাউত, অক্ষয় কুমার, অনুপম খেরের মতো অভিনেতারা ভারতের বর্তমান শাসক দলের ঘনিষ্ঠ বলেই নামডাক রয়েছে। বরাবরই শাসকদলের হয়ে কথা বলেছেন অভিনেতা। এবার ডাক পেলেন রামমন্দির উদ্বোধনে।

আরও পড়ুন: অনুপমকে উদ্দেশ্য করে স্বস্তিকার টুইট

এমন আমন্ত্রণ পেয়ে খুশি অনুপম। অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ২২ জানুয়ারি, ২০২৪ সালে ওই ঐতিহাসিক দিনটির অপেক্ষায় রয়েছি। যে দিন রামলালার মন্দিরের উদ্বোধন হবে। হিন্দুরা এ দিনটার জন্য বছরের পর বছর লড়েছে। এটা আমাদের অভিব্যক্তি ভাবনাচিন্তার বহিঃপ্রকাশ। আমি গর্বের সঙ্গে বলছি, হিন্দি সিনেমার ইন্ডাস্ট্রিতে থেকে আমি প্রথম, যে ওই দিন পূজা দেব। তারা আমাকে না ডাকলেও আমি যেতামই।

বোঝা যাচ্ছে রামমন্দির উদ্বোধনে আমন্ত্রণ পেয়ে অনুপম বেশ উচ্ছ্বসিত। তিনি অধীর আগ্রহে দিনটির জন্য অপেকায় রয়েছেন।

এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।