সিনেমার প্রচারে মহাত্মা গান্ধীকে নিয়ে দেবের বিস্ফোরক বক্তব্য

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ২১ অক্টোবর ২০২৩

এবারের দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরের ন্যায় টালিউডে মুক্তি পেয়েছে একাধিক সিনেমা। এসব সিনেমার মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেতা দেবের ‘বাঘাযতীন’। ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম পথিকৃত যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জীবনী অবলম্বনে নির্মিত হয়েছে এ সিনেমা। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন দেব।

আরও পড়ুন: দেবের ‘বাঘা যতীন’ সিনেমার পোস্টার প্রকাশ্যে

সিনেমার প্রচারে গিয়ে দেব বক্তব্য দেন। এতে তিনি বলেন, ‘সিনেমায় ৯২টি চরিত্র রয়েছে। ভারতের স্বাধীনতা সংগ্রামে এদের প্রত্যেকের অবদান অনস্বীকার্য। ইতিহাসের পাতায় বাঘাযতীনের নাম স্থান পেয়েছে। কিন্তু এদের বেশিরভাগের নাম বইয়ের পাতায় নেই। স্বাধীনতা সংগ্রামী হিসেবে আমরা মাত্র চার-পাঁচ জনকেই মনে রাখি। বাঘাযতীনের চরিত্রে আমি অভিনয় করছি বলে কাউকে ছোট করছি না।’

ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে মহাত্মা গান্ধীকে নিয়ে বিস্ফোরক বক্তব্য দেন দেব। এতে তিনি বলেন ‘ব্রিটিশদের সবচেয়ে ডাকসাইটে অফিসার চার্লস টেগাট নিজের আত্মজীবনীতে লিখেছেন, বাঘাযতীন বেঁচে থাকলে গান্ধীজীর জন্ম হত না। জাহাজ যদি বুড়িবালামে পৌঁছে যেত, তাহলে এক-দুই বছরের মধ্যে স্বাধীনতা পেত ভারত। ওই অস্ত্র জার্মানি থেকে দেশে এসে পৌঁছালে ১৯১৫-১৯১৭ সালের মধ্যে ভারত স্বাধীন হত। শুধু বাঙালি কেন, এ ঘটনা সবার জানা উচিত।’

আরও পড়ুন: বঙ্গবন্ধুকে রিয়েল হিরো বললেন দেব

বাঘাযতীন প্রসঙ্গে দেব আরও বলেন, ‘বাঘাযতীন আমাদের কাছে শুধু একটা সিনেমা নয়। একটা আবেগ। এই সিনেমাটার মধ্যে আমরা গত আড়াই বছর ধরে কাটিয়েছি। আমার গোটা টিম লড়াই করেছে। আমি চাই প্রত্যেক বাঙালি গর্ব করুক বাঘাযতীনকে নিয়ে।’

দেব এ সিনেমায় একাধিক ভিন্নধর্মী লুকে ভক্তদের চমক দিয়েছেন। অরুণ রায়ের পরিচালনায় বাঘা যতীনে দেবের সঙ্গে অভিনয় করেছেন নবাগতা সৃজা দত্ত, সুদীপ্তা চক্রবর্তী, শোয়েব কবীর, সামিউল আলম, রাফসান রেহান, রোহান ভট্টাচার্য, কার্ল অ্যান্ড্রু হার্ট, আলেকজান্দ্রা টেলর প্রমুখ।

এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।