বড়পর্দার পর ওটিটির জন্য বিক্রি হয়েছে ‘জওয়ান’
চলতি মাসের ৭ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের সিনেমা ‘জাওয়ান’। মুক্তির দিন থেকেই বক্স অফিসে ‘জওয়ান’ ঝড় তুলেছে। শুরুর দিনেই ভারতের বক্স অফিসে মোট ৭৫ কোটি রুপি ব্যবসা করেছিল।
মুক্তির দিন থেকে প্রতিদিনই উদাহরণ সৃষ্টি করছেন এ সিনেমার বক্স অফিস আয়। রবিবারই বিশ্বব্যাপী ব্যবসায় ৫০০ কোটি ছাড়িয়েছিল ‘জওয়ান’। অন্যদিকে মুক্তির পাঁচ দিনের মাথায় ভারতে ৩০০ কোটির গণ্ডি পার করেছে এ সিনেমা।
আরও পড়ুন: তিন দিনে ‘জওয়ান’ সিনেমার আয় ৪৬১ কোটি টাকা
হিন্দি সিনেমার ইতিহাসে ‘জওয়ান’-ই প্রথম সিনেমা, যা মাত্র চার দিনের মাথায় পেরিয়েছে ৫০০ কোটির গণ্ডি। দেশের বক্স অফিসে চলতি বছরের তৃতীয় হিন্দি ছবি ‘জওয়ান’, যা ৩০০ কোটির বেশি ব্যবসা করেছে। এর আগে ‘পাঠান’ ও ‘গদর-২’ সেই দৃষ্টান্ত সৃষ্টি করেছে।
#Jawaan', #MissShettyMr. Polishetty' streaming on the same OTT!
— OTT Streaming Updates (@OTTWatchNChill) September 7, 2023
Shahrukh Khan and #Atlee's movie #Jawaan' released today.#Netflix has acquired the OTT rights of these 2 movies.
It is reported that streaming is possible after 4 weeks. pic.twitter.com/D2sWg8dSb3
শুধু ভারতজুড়ে নয়, বিশ্বের সব দেশেই দর্শকরা সিনেমাটি তুমুল আগ্রহ নিয়ে দেখছেন। ‘জওয়ান’সিনেমার কারণেই আবারও প্রাণ ফিরে পেয়েছে ‘সিঙ্গেল স্ক্রিন’ থিয়েটারগুলো। এবার ‘জওয়ান’ সিনেমার স্বত্ব ওটিটিতে বিক্রি হয়েছে।
বক্স অফিসের নিরিখে শুধু ‘পাঠান’-নয়, হলিউডি সিনেমার সঙ্গেও প্রতিযোগিতা করেছে ‘জওয়ান’। মহামারির পর থেকে দক্ষিণী সিনেমার কাছে হার মানতে হয়েছিল বলিউডকে। সেই ধারা ভাঙলেন শাহরুখ।
আরও পড়ুন: শাহরুখের ‘জওয়ান’র ৪ দিনে ৫০০ কোটির ক্লাব পার
প্রেক্ষাগৃহে ব্যাপক ব্যবসা করা এ সিনেমা খুব শিগগির আসবে ওটিটিতে। ২৫০ কোটি রুপিতে ‘নেটফ্লিক্স’ কিনে নিল সিনেমার স্বত্ত্ব। কবে থেকে মোবাইলের পর্দায় দেখা যাবে এ সিনেমা, সে বিষয়ে অবশ্য কিছু জানানো হয়নি নির্মাতার পক্ষ থেকে।
এমএমএফ/এএসএম