হিন্দি সিনেমার ইতিহাসে প্রথম দিনে ‘জওয়ান’র সর্বোচ্চ আয়

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৩

বলিউড বাদশা তার ক্যারিয়ারে আরও একটি ইতিহাস গড়েছেন ‘জওয়ান’ সিনেমা দিয়ে। এটি মুক্তির দিন ভারতের বিভিন্ন প্রান্তে দেখা যায় উৎসবের আমেজ। সীমাহীন উন্মাদনা এবং উচ্ছ্বাস উদযাপনে কিং খানের অনুরাগীরা স্বাগত জানিয়েছেন ‘জওয়ান’ সিনেমাকে।

এর প্রতিফলন দেখা গেল বক্স অফিসেও। জানা গেছে, প্রথম দিনেই ইতিহাস গড়ল এ সিনেমা। ‘পাঠান’ সিনেমার সময়ে গড়া নিজের রেকর্ড নিজেই ভাঙলেন শাহরুখ। প্রথম দিনে ভারতে তো বটেই বিশ্বজুড়ে ১৫০ কোটি রুপি ব্যবসা করেছে ‘জওয়ান’। যা বাংলাদেশি মুদ্রায় ১৯৮ কোটি টাকারও বেশি। সবাই বলছেন কিং খান যেন রেকর্ড গড়া এবং ভাঙার জন্যই জন্ম নিয়েছেন।

আরও পড়ুন: ‘পাঠান’ সিনেমার রেকর্ড ভাঙবে ‘জওয়ান’!

দক্ষিণী সিনেমার তারকা পরিচালক অ্যাটলির সিনেমা ‘জওয়ান’ হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে রেকর্ড পরিমাণ আয় করল প্রথম দিনেই। ৭ সেপ্টেম্বর শেষে প্রথম দিনে দেশে ‘জওয়ান’ বক্স অফিসে ৭৫ কোটি রুপি আয় করেছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০০ কোটি টাকা।

ভারতীয় ট্রেড অ্যানালিস্টদের হিসেব অনুযায়ী, ‘জওয়ান’ সিনেমার শুধু হিন্দি সংস্করণ ৬৫ কোটি রুপি আয় করেছে। তামিল ও তেলুগু ভাষায় বাকি ১০ কোটির ব্যবসা হয়েছে। জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত শাহরুখের ‘পাঠান’ সিনেমার রেকর্ডও ভাঙল ‘জওয়ান’। প্রথম দিনে সিদ্ধার্থ আনন্দের এ অ্যাকশন ফিল্ম ৫৫ কোটি টাকার ব্যবসা করেছিল।

আরও পড়ুন: বাংলাদেশের শাহরুখ ভক্তদের ‘জওয়ান’ দেখতে পুরো হল বুকিং

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) মুক্তির প্রথম দিনে এ সিনেমার হিন্দি সংস্করণে গড়ে আসন ভর্তি হয় ৫৮.৬৭ শতাংশ। সবচেয়ে বেশি আসন সংরক্ষিত হয় চেন্নাইয়ে, ৮১ শতাংশ।

অন্যদিকে অপর এক ট্রেড অ্যানালিস্টের হিসেব অনুযায়ী, বিশ্বের দরবারে এ সিনেমা ১৫০ কোটি রুপি ব্যবসা পেরিয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ ও আসামেও ব্যাপক ব্যবসা করেছে ‘জওয়ান’। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের পোস্টে এমনটাই জানা গেছে।

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।