কৌশিক গাঙ্গুলীর ‘পালান’ সিনেমার ট্রেলার প্রকাশ্যে

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৩

এক স্মৃতিময় গল্প নিয়ে সিনেমার পর্দায় হাজির হচ্ছেন নির্মাতা কৌশিক গাঙ্গুলী। আসছে ২২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে এমন গল্প নিয়ে পরিচালিত তার সিনেমা ‘পালান’। এর আগেই আজ (৮ সেপ্টেম্বর) সিনেমার ট্রেলার প্রকাশ পেয়েছে।

১৯৮২ সালে মুক্তি পায় মৃণাল সেন পরিচালিত সিনেমা ‘খারিজ’। কিংবদন্তি পরিচালকের শতবর্ষে, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি হয়েছে ‘পালান’।

আরও পড়ুন: এবার আরেক টালিউড অভিনেত্রীকে তলব করেছে ইডি

সিনেমার ট্রেলারের প্রথম দৃশ্যেই সেই ১৯৮২ সালের আভাস মিলেছে। প্রথম দৃশ্যেই অঞ্জন দত্তের কণ্ঠে শোনা যায়, সেই বাড়ির ভূমিকা। যে বাড়িতে ভেন্টিলেশনের অভাবে মারা যায় পালান। আর সেই বাড়িতেই অঞ্জন দত্ত ও মমতাশঙ্করের বসবাস।

একটা বাড়িতে বেড়ে ওঠা, তার বিভিন্ন স্থানের স্মৃতিতে মোড়া, সেই বাড়িতেই বিয়ে হয়ে প্রথম পা রাখা, দাম্পত্য, গার্হস্থ্য, সব কিছু একটা বাড়িকে ঘিরে, যার জীর্ণকায় দশার জন্য ছেড়ে যেতে হবে। বেঁধে দেওয়া হয়েছে সময়। কারণ সেই বাড়ি ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত।

সেই বাড়ি, বাড়িকে ঘিরে তৈরি আবেগ, বাবা ও মাকে নিয়ে কোথায় রাখা হবে, সেই হিসেব মেলাতে গিয়ে ছেলের কপালে ভাঁজ, অসুস্থ হয়ে পড়া বাবা, ২ মিনিট ১১ সেকেন্ডের ট্রেলারে বোঝা যাচ্ছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ক্যামেরায় তৈরি হয়েছে আবেগঘন এক সিনেমা।

আরও পড়ুন: পরিণীতি-রাঘবের বিয়ের আমন্ত্রণপত্র ভাইরাল

‘পালান’ সিনেমায় মধ্যবিত্ত জীবনের দৈনন্দিন সমস্যার গল্পে অভিনয় করতে দেখা যাবে অঞ্জন দত্ত, মমতাশঙ্কর, যিশু সেনগুপ্ত, পাওলি দামকে। চরিত্রের লুক প্রকাশ্যে আসতেই দেখা গিয়েছিল ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘খারিজ’ সিনেমায় যেমন দেখা গিয়েছিল অঞ্জন দত্ত ও মমতাশঙ্করকে।

২০২৩ সালের ‘পালান’-এও একই রকম রয়েছে তাদের সাজ। কেবল সময়ের সঙ্গে সঙ্গে মুখে পড়েছে বয়সের ছাপ। ১ সেপ্টেম্বর সিনেমার প্রথম ঝলকের পর আজ প্রকাশিত হয়েছে সিনেমার ট্রেলার। সিনেমাটি দেখার জন্য দর্শকরা মুখিয়ে আছেন।

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।