৫০০ কোটির পথে সানির ‘গদর-২’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:০৫ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৩

বলিউড তারকা সানি দেওলের ‘গদর-২’ মুক্তি পেয়েছে ১১ আগস্ট। এতে সানি দেওলের বিপরীতে আমিশা প্যাটেল। মুক্তির পর থেকেই ব্যাপক ব্যবসা করে যাচ্ছে সিনেমাটি।

অন্যদিকে ভাঙছে একের পর এক রেকর্ড। এবার আরও ভারী হলো রেকর্ডের পাল্লা। মাত্র ২২ দিনে ৪৮৭ রুপি আয় করেছে এ সিনেমা। আর কয়েকদিনের মধ্যেই স্পর্শ করবে ৫০০ কোটির ক্লাব।

আরও পড়ুন: রজনীকান্তের ‘জেলার’ ৬০০ কোটির ক্লাব ছাড়িয়েছে

এরই মধ্যে হিন্দি সিনেমা জগতে সর্বকালের সর্বোচ্চ ব্যবসার নিরিখে তৃতীয় স্থানে পৌঁছেছে ‘গদর-২’। পেছনে ফেলেছে আমির খানের ‘দঙ্গল’ ও যশের ‘কেজিএফ চ্যাপ্টার-২’-কে।

এবার একনজরে দেখে নেওয়া যাক এ সিনেমার ব্যবসা- ৫০ কোটি রুপি আয় করেছে ২ দিনে ২,১০০ কোটি রুপি ৩ দিনে, ১৫০ কোটি রুপি ৪ দিনে, ২০০ কোটি রুপি ৫ দিনে, ২৫০ কোটি রুপি ৬ দিনে। ৩০০ কোটি রুপি আয় করেছে ৮ দিনে। ৩৫০ কোটি রুপি আয় করেছে ১০ দিনে। ৪০০ কোটি রুপি আয় করেছে ১২ দিনে। ৪৮৭ কোটি রুপি আয় করেছে ২২ দিনে।

আরও পড়ুন: মুক্তি পাচ্ছে সালমান খানের ‘টাইগার-৩’

এর আগে এক্সিবিটর ও ডিস্ট্রিবিউটর সানি খান্না সংবাদ সংস্থা আইএএনএসকে বলেছিলেন, ‘এ সিনেমা সপ্তাহ শেষে প্রেক্ষাগৃহের প্রায় ৭৫ থেকে ৮০ শতাংশ ভরিয়ে রেখেছে। এ সিনেমা হাত ধরে এমন অনেক প্রেক্ষাগৃহ প্রাণ ফিরে পেয়েছে।

মানে সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল সেগুলো খুলেছে। ভারতের জাতীয় স্তরের মাল্টিপ্লেক্স চেইনের কথা বাদ দিলেও, যে সব ছোট মাল্টিপ্লেক্সে কিছুদিন আগেও ৮ শতাংশ বুকিং হচ্ছিল, সেখানেও ৬০ শতাংশ পূর্ণ হচ্ছে দর্শকাসন, এবং সবটাই ‘গদর-২’-এর জন্য সম্ভব হয়েছে।

একাধিক ট্রেড অ্যানালিস্টের দাবি, এ সিনেমার আয় বৃদ্ধি পেয়েছে স্বাধীনতা দিবসের দিন থেকে। ওই দিন ‘গদর-২’ বিপুল ব্যবসা করে। তবে দ্বিতীয় শনিবার সিনেমার আয় পড়ে যায় ৩০ শতাংমের মতো।

যদিও ‘পাঠান’, যা এখনো সর্বোচ্চ ব্যবসা করা হিন্দি সিনেমা, এটিরও দ্বিতীয় শনিবার ব্যবসা নিম্নমুখী হয়েছিল, তবে ‘গদর-২’ আবারও মাথা তুলেছে এবং এ মুহূর্তে ‘অপ্রতিরোধ্য’ এ সিনেমা- তা বলাই যায়। মনে করা হচ্ছে আজই ৫০০ কোটির ক্লাবে নাম লেখাবে সানি দেওল ও আমিশা পটেল অভিনীত এ সিনেমা।

এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।