৪০০ কোটি ক্লাবের পথে ছুটছে ‘গদর-২’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ২২ আগস্ট ২০২৩

সানি দেওল ও আমিশা প্যাটেল অভিনীত ‘গদর-২’ মুক্তির দিন থেকেই ব্যাপক ব্যবসা করছে। ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে বিপুল সমারোহে চলছে এ সিনেমা।

ভারতের স্বাধীনতা দিবসে এ সিনেমা প্রায় ৫৫ কোটি রুপি আয় করেছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত হিসেব অনুযায়ী ৪০০ কোটির দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে এ সিনেমার ব্যাবসা। এরই মধ্য়ে ৩৮৯ রুপি আয় করেছে সানি দেওল, আমিশা প্যাটেল অভিনীত এ সিনেমা। ধারণা করা হচ্ছে এ সিনেমার আয়ের পরিমাণ আরও বৃদ্ধি পাবে।

আরও পড়ুন: ইতিহাস গড়েছে সানি দেওলের ‘গদর-২’

পাশাপাশি একইদিনে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার, পঙ্কজ ত্রিপাঠী ও ইয়ামি গৌতম অভিনীত বহু প্রতীক্ষিত ‘ওহ মাই গড-২’। সিনেমাটি সেন্সর বোর্ডের পক্ষ থেকে ‘এ’ ছাড়পত্র পেয়ে মুক্তি পায়। শেষ পাওয়া খবর পর্যন্ত এ সিনেমা ভারতে ১১৭.২ কোটি রুপি আয় করেছে।

অন্যদিকে ১০ অগাস্ট মুক্তি পেয়েছে রজনীকান্ত অভিনীত সিনেমা ‘জেলার’। মুক্তির আগে থেকেই উত্তেজনা তৈরি করেছিল এ সিনেমা। ভারতের স্বাধীনতা দিবসে সিনেমাটি প্রেক্ষাগৃহে ২০০ কোটি রুপির গণ্ডি পার করেছিল। এরই মধ্যে বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপির ব্যবসা করেছে সিনেমাটি।

আরও পড়ুন: সানি দেওলের বাড়ি নিলামের নোটিশ প্রত্যাহার

উত্তর ভারতে ‘গদর-২’ ও ‘ওএমজি-২’ সিনেমার আধিপত্য চললেও ‘জেলার’ সিনেমা বেশ ভালোই ব্যবসা ধরে রেখেছে। রজনীকান্তর অনুরাগী ছড়িয়ে রয়েছে বিশ্বজুড়ে। ফলে নির্মাতাদের আশা এ সিনেমা ব্যাপক ব্যবসা করবে।

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।