সন্তান জন্মের পর প্রকাশ্যে ইলিয়ানার স্বামীর পরিচয়

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ০৬ আগস্ট ২০২৩

দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা ইলিয়ানা ডি ক্রুজ শনিবার (৫ আগস্ট) রাতে সুখবর দিয়েছেন ইলিয়ানা ডি ক্রুজ। এ সুখবরটি হচ্ছে তিনি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। নাম রেখেছেন কোয়া ফিনিক্স ডোলান।

ইলিয়ানা অন্তঃসত্ত্বা অবস্থায় গর্ভস্থ সন্তানের বাবার পরিচয় গোপন রেখেছিলেন। অনেকেই ভেবেছিলেন, সিঙ্গেল মাদার হিসেবে সন্তানকে বড় করবেন। তবে ছেলে ভূমিষ্ঠ হওয়ার পরই পরিষ্কার হয়েছে সব কিছু।

ইলিয়ানা ছেলেকে দিলেন বাবার পদবি। আসলে অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘোষণা করার দুসপ্তাহ আগেই বিয়ে সারেন অভিনেত্রী। যদিও পুরোটাই ঘটেছিল খুব চুপিসারে। কিন্তু আর আড়াল নয় এবার প্রকাশ্যে এলো অভিনেত্রীর বিয়ের তারিখ আর স্বামীর পরিচয়।

আরও পড়ুন: মা হয়েছেন ইলিয়ানা ডি ক্রুজ, সন্তানের ছবি প্রকাশ্যে

অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে সন্তানের বাবাকে আড়ালে রেখেছিলেন ইলিয়ানা। অনেকেরই উৎসাহ ছিল অভিনেত্রীর সন্তানের পিতৃপরিচয় নিয়ে।

গর্ভাবস্থার শেষ পর্যায়ে এসে প্রকাশ্যে আনেন তার স্বামীকে। যদিও তখন তার পরিচয় ছিল ইলিয়ানার প্রেমিক। তবে আর কোনো রাখঢাখ নয়, ইলিয়ানা আসলে বিবাহিত। চলতি বছর ১৩ মে বিয়ে করেন অভিনেত্রী। এবং গর্ভবস্থার প্রতিটি পর্যায়ে যিনি সর্বক্ষণ তাকে আগলে রেখেছিলেন, তিনি ইলিয়ানার প্রেমিক নন, তিনি অভিনেত্রীর স্বামী। নাম মাইকেল ডোলান। বিভিন্ন সূত্রে জানা গেছে, খ্রিস্টান ধর্মের নিয়ম মেনেই বিয়ে হয় তাদের। তবে কোথায় হয়েছে তাদের বিয়ে, কী করেন অভিনেত্রীর স্বামী— এখনই সব কিছু প্রকাশ্যে আনতে নারাজ ইলিয়ানা।

আরও পড়ুন: বিয়ের আগে সন্তানের বাবার ছবি পোস্ট করলেন ইলিয়ানা

সন্তানসম্ভবা অবস্থাতেও একাধিক বার নিন্দুকদের সমালোচনার মুখে পড়তে হয়েছিল ইলিয়ানাকে। কিন্তু কোনো কটাক্ষেরই জবাব দেননি অভিনেত্রী। অবশেষে শনিবার রাতে সুখবর দিলেন তিনি, প্রকাশ্যে এলো ইলিয়ানার বিয়ের তারিখ। পুত্র কোয়ার ছবি ভাগ করে নিয়ে তার সোশ্যাল মিডিয়ায় লেখেন, কোনো শব্দ দিয়ে আমাদের আনন্দের বর্ণনা করা যাবে না। পৃথিবীতে স্বাগত, পুত্র।

এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।