বলিউডের যে ১০ তারকা কখনো মদ পান করেননি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬:০৪ পিএম, ০৯ জুলাই ২০২৩

অনেকেরই ধারণা সিনেমার পর্দায় যেভাবে নায়ক-নায়িকারা মদ পানের দৃশ্যে অভিনয় করেন, তেমনি তারা বাস্তবেও মদ পান করেন। হয়তো কোনো কোনো তারকার ক্ষেত্রে এই ধারণার মিল রয়েছে।

তবে মদ পান করা তো দূরের কথা, ছুঁয়েও দেখেননি এমন অনেক তারকাও রয়েছেন। বলিউডে এমন ১০ জন তারকা আছেন যারা কোনোদিন মদ ছুঁয়েও দেখেননি।

বলিউডের যে ১০ তারকা কখনো মদ পান করেননি

বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চন কখনোই মদ পান করেননি। প্রথমত তার বয়স এবং শারীরিক সমস্যার জন্য তিনি মদ খান না। চরিত্রের প্রয়োজনে তাকে পর্দায় মদ খেতে দেখা গেলেও, বাস্তবে একেবারেই খান না মদ।

বলিউডের যে ১০ তারকা কখনো মদ পান করেননি

শুধু অমিতাভ নন, ছেলে অভিষেক বচ্চনও মদ খান না। ছুঁয়েও দেখেন না। অনেকেই বলছেন এটা তাদের পারিবারিক ঐতিহ্য।

বলিউডের যে ১০ তারকা কখনো মদ পান করেননি

মদ পান করেন না অক্ষয় কুমার। শরীর নিয়ে তিনি খুব সচেতন তাই মদ থেকে দূরে থাকেন তিনি। আর এই কারণেই তার বয়স বোঝাও যায় না।

বলিউডের যে ১০ তারকা কখনো মদ পান করেননি

শিল্পা শেঠির বয়স কত বললে? ভাবতে বসতে হবে। দারুণ ফিট তিনি। এই নায়িকাও ছুঁয়ে দেখেন না মদ।

বলিউডের যে ১০ তারকা কখনো মদ পান করেননি

সোনাক্ষি সিনহা তো মদ খাওয়াকে একেবারে বাজে অভ্যাস বলেই মনে করেন। নানা পার্টিতে যেতে দেখা যায় তাকে। তবে মদ ছুঁয়েও দেখেন না তিনি।

বলিউডের যে ১০ তারকা কখনো মদ পান করেননি

শুধু মদ নয়, শরীরকে সুস্থ রাখতে মদ এবং মিষ্টি দুটোই খান না জন আব্রাহাম। আর সেই জন্যই তিনি বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক!

বলিউডের যে ১০ তারকা কখনো মদ পান করেননি

এক সময় মাদককাণ্ডে দীপিকাকে ডাকা হয়েছিল। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর। তবে জানলে অবাক হবেন দীপিকা কিন্তু মদ খান না। ফিট থাকার জন্যই মদ এড়িয়ে চলেন তিনি।

বলিউডের যে ১০ তারকা কখনো মদ পান করেননি

পরিণীতি চোপড়া বেশ মোটা ছিলেন। বহু কষ্টে চিকন হয়েছেন। নিজেকে ফিট রাখতেই তিনি মদ খান না। বলা চলে ছুঁয়েও দেখেননি।

বলিউডের যে ১০ তারকা কখনো মদ পান করেননি

সিদ্ধার্থ মালহোত্রা! সদ্য বিয়ে সেরেছেন। এই তারকাও মদ খান না। এ জন্য তিনি বেশ প্রশংসিত।

বলিউডের যে ১০ তারকা কখনো মদ পান করেননি

সোনু সুদ, তাকে নতুন করে তো বলার কিছু নেই। এত চাপের মধ্যে থাকলেও কখনো মদ খাননি তিনি।

এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।