ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোক জানিয়েছেন যেসব বলিউড তারকা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ০৩ জুন ২০২৩

ভারতের উড়িষ্যার তিনটি ট্রেনের ভয়াবহ দুর্ঘটনায় পাওয়া তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা ২৬১ জন। তবে ক্রমাগত সেই সংখ্যা বাড়ছে বলেও খবর। এ ঘটনায় শোকগ্রস্ত পুরো ভারত।

ভারতের অন্যান্য মানুষের মতো এ ট্রেন দুর্ঘটনায় বলিউডের তারকারও গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন। টুইটে শোকপ্রকাশ করেছেন সালমান খান, অক্ষয় কুমার, সোনু সুদ প্রমুখ।

শুক্রবার সন্ধ্যায় ভারতের ট্রেন দুর্ঘটনার পর প্রায় ১৬ ঘণ্টা পার হয়েছে। এখনো উদ্ধার কাজ চলছে। শনিবার সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেন বলিউডের ভাইজান সালমান খান ‘দুর্ঘটনার কথা শুনে অত্যন্ত দুঃখিত। মৃতদের আত্মার শান্তি দিন ঈশ্বর, আহত ও নিহতদের পরিবারকে রক্ষা করুন ও শক্তি দিন তিনি।’

দুর্ঘটনার পর শোকপ্রকাশ করেছেন অক্ষয় কুমারও। তিনি তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ওড়িশার মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার ছবিগুলো হৃদয়বিদারক। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এ কঠিন সময় নিহতদের পরিবারের প্রতি সমবেদন রইল। ওম শান্তি।’

শোক জানিয়ে পোস্ট করেন সোনু সুদও। দুর্ঘটনার একটি ছবি পোস্ট করে শোকপ্রকাশ করেন অভিনেতা। শোকস্তব্ধ রণদীপ হুডা। তিনি শোক প্রকাশ করে লেখেন, ‘মর্মান্তিক দুর্ঘটনা! যারা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি এবং পরিবারের প্রতি আরও শক্তি রইল এই সময়টা পার করার জন্য।’

উড়িষ্যার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃত ও আহতর সংখ্যা। কলকাতা থেকে পাঠানো হচ্ছে চিকিৎসার সরঞ্জাম। সকালে হাওড়া স্টেশনের ২১ নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা হয় বিশেষ ট্রেন। এ ট্রেনেই চিকিৎসা সরঞ্জাম পাঠানো হচ্ছে দুর্ঘটনাস্থলে। মেদিনীপুর মেডিক্য়াল কলেজ হাসপাতাল থেকেও ৪০ জনের একটি মেডিক্যাল টিম পাঠানো হয়েছে বালেশ্বরে।

 এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।