সালমানের নিরাপত্তায় নতুন আদেশ জারি করলো মুম্বাই পুলিশ
বলিউড সুপারস্টার সালমান খানকে শনিবার (১৮ মার্চ) হত্যার হুমকি দেওয়া হয়েছিল। হুমকি দিয়ে তাকে বলা হয়, কথা না শুনলে প্রাণ কেড়ে নেওয়া হবে শিগগির।
জীবননাশেরএমন হুমকি পাওয়ার পর থেকে স্বাভাবিকভাবেই সালমানের নিরাপত্তা নিয়ে চিন্তায় তার পরিবার। দ্রুত বাড়ানো হয় অভিনেতার নিরাপত্তারক্ষীর সংখ্যা।
শুধু সালমানের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীই নয়, পুরো ঘটনায় নড়েচড়ে বসেছে মুম্বাই পুলিশও। পাশাপাশি সেখানকার পুলিশ নতুন এক আদেশ জারি করেছে।
আরও পড়ুন: সালমান খানকে হত্যার হুমকি
এই ঘটনার পরই চব্বিশ ঘণ্টা সালমানের নিরাপত্তায় দুজন অ্যাসিস্ট্যান্ট পুলিশ ইনস্পেক্টর এবং ৮-১০ জন পুলিশ কনস্টেবল মোতায়েন থাকবেন। পাশাপাশি সালমান খানের বান্দ্রার বাড়ি, গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে ভক্ত-অনুরাগীদের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।
উল্লেখ্য, এই ঘটনার আগেই ওয়াই প্লাস নিরাপত্তা পেয়েছেন অভিনেতা। এ ছাড়াও যাতায়াতের ক্ষেত্রে সব সময় বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করেন। গোটা নিরাপত্তার দেখভাল করছেন অভিনেতার দীর্ঘ দিনের সহযোগী শেরা।
আরও পড়ুন: নিরাপত্তার কারণেই কি সালমান কলকাতা সফর বাতিল করেছিলেন?
শনিবার রাতে মোহিত গর্গ নামে এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে মেইল পাঠানো হয়। ই-মেইলটি যে সরাসরি সালমান পড়বেন না, তা বুঝেই লেখা হয়েছে। ই-মেলে প্রেরক যা লিখেছেন, তার আক্ষরিক অনুবাদ করলে দাঁড়ায়, ‘গোল্ডি ভাই (গোল্ডি ব্রার) কথা বলতে চায় তোর বস সালমানের সঙ্গে। কিছু হিসেব মেটাতে হবে। কথা বলিয়ে দিস। কথা হবে মুখোমুখি। সেটা বলে দিস। এখনও হাতে সময় আছে। তাই মনে করিয়ে দিলাম। সময় পেরিয়ে গেলে আর মনে করাব না। তখন শুধু ঝটকা দেব।’
আরও পড়ুন: মুক্তি পাচ্ছে সালমান খানের নতুন সিনেমার গান
কয়েকদিন আগে জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের একটি সাক্ষাৎকারও প্রকাশ্যে এসেছে। সেই সাক্ষাৎকারে লরেন্স সরাসরিই সলমনকে খুন করার হুমকি দিয়েছেন।
এমনকি এ কথাও বলেছেন যে, সালমানকে খুন করাই তার জীবনের একমাত্র লক্ষ্য। এর মাঝেই নতুন হুমকি উদ্বেগ বাড়াচ্ছে সালমান ঘনিষ্ঠদের। পাশাপাশি সালমান ভক্তরাও রয়েছেন ভীষণ দুশ্চিন্তায়।
সূত্র: আনন্দবাজার
এমএমএফ/এএএইচ