অস্কারজয়ীদের নরেন্দ্র মোদীর অভিনন্দন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:২৪ পিএম, ১৩ মার্চ ২০২৩

ভারতের অস্কারজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ভারতের তিনটি সিনেমা মনোনীত হয়েছিল। সেখানে দুটি সিনেমাই অস্কার পুরস্কার লাভ করেছে।

ভারতের হয়ে প্রথম অস্কার পেল ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। সেরা স্বল্পদৈর্ঘ তথ্যচিত্র হিসেবে পুরস্কৃত। তাছাড়া ‘আরআরআর’সিনেমার গান ‘নাটু নাটু’ অস্কারের মঞ্চে সেরা অরিজিনাল গানের ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে।

অস্কারে পুরস্কার প্রাপ্তিতে গর্বিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুটি অস্কারের জন্যই অভিনন্দ জানালেন নির্মাতাদের। ‘নাটু নাটু’ গানটির জনপ্রিয়তা দেখে তিনি আপ্লুত৷ সেই জনপ্রিয়তা ভারতের সীমানা ছাড়িয়েছে।

নরেন্দ্র মোদি শুভেচ্ছা বার্তায় লিখলেন, ব্যতিক্রম! ‘নাটু নাটু' গানের জনপ্রিয়তা এখন সারাবিশ্বে। এই গানটি মানুষের মনে রেখে দেবে বছরের পর বছর। সিনেমার সমস্ত কলাকুশলীকে অভিনন্দন এই সম্মানের জন্য। ভারত আপনাদের জন্য গর্বিত।’

একইসঙ্গে দক্ষিণী সিনেমা ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’কেও সাধুবাদ জানালেন প্রধানমন্ত্রী। দুই নারী প্রযোজককে ট্যাগ করে ট্যুইট করলেন, অভিনন্দন জানাই ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ সিনেমার সব কলাকুশলীকে। তাদের কাজে খুব সুন্দরভাবে স্থায়ী উন্নয়ন এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের গুরুত্বকে তুলে ধরেছে।

এমএমএফ/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।