প্রিয়াঙ্কা চোপড়ার সেরা ১০ সিনেমা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:৫৬ পিএম, ০৮ মার্চ ২০২৩

বলিউডের শীর্ষ নাকিয়াদের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া অন্যতম। বিশ্বজুড়ে তার অসংখ্য ভক্ত-অনুরাগী রয়েছে। তার ক্যারিয়ারে অনেক সুপার-ডুপার হিট সিনেমা উপহার দিয়েছেন। এখন হলিউডেও কাজ করছেন প্রিয়াঙ্কা।

এবার জেনে নিন প্রিয়াঙ্কার অভিনীত সেরা ১০টি সিনেমা সম্পর্কে। আইএমডিবি’র রেটিংয়ের আলোকে প্রিয়াঙ্কা চোপড়ার ‘বরফি’ সিনেমা তালিকার শীর্ষে। এটি ২০১২ সালে মুক্তি পায়।

আরও পড়ুন: বিদেশি লুকে প্রিয়াংকা

সেরা সিনেমার দ্বিতীয় স্থানে রয়েছে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। এটি ২০১৯ সালে মুক্তি পায়। ২০০৯ সালে মুক্তি পায় ‘কমিনে’। সেরার বিচারে তিন নম্বরে রয়েছে সিনেমাটি।

২০০৬ সালে মুক্তি পায় ‘ডন’। ৭.১ স্টার পেয়ে চতুর্থ স্থানে রয়েছে সিনেমাটি। ‘বাজিরাও মস্তানি’ সিনেমাটি মুক্তি পায় ২০১৫ সালে। এটি পঞ্চম স্থানে রয়েছে। রণবীর-দীপিকার এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।

আরও পড়ুন: প্রিয়াংকা চোপড়ার অদ্ভুত ইচ্ছা

২০২১ সালে মুক্তি পায় ‘দ্য হোয়াইট টাইগার’। আইএমডিবি’র তালিকায় ষষ্ঠ স্থানে এই সিনেমা।

প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘ডন-২’। মুক্তি পায় ২০১১ সালে। সপ্তম স্থানে রয়েছে সিনেমাটি। ২০১৫ সালে মুক্তি পায় মাল্টিস্টারার সিনেমা ‘দিল ধড়কানে দো’। ৭ স্টার পেয়ে আইএমডিবি’র তালিকায় এটি অষ্টম স্থানে রয়েছে।

আরও পড়ুন: অস্কার নিয়ে ব্যস্ত প্রিয়াংকা চোপড়া

২০১২ সালে ‘অগ্নিপথ’ সিনেমাটি মুক্তি পায়। হৃত্বিক ও প্রিয়াঙ্কা অভিনীত এই সিনেমা রয়েছে নবম স্থানে। ২০০৮ সালে মুক্তি পায় ফ্যাশন দুনিয়ার গল্প নিয়ে ‘ফ্যাশন’। আইএমডিবি’র তালিকায় এটি দশম স্থানে রয়েছে।

এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।