কোটিপতি কঙ্গনা রানাউতের মা মাঠে কাজ করেন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:১২ পিএম, ০১ মার্চ ২০২৩

বলিউড তারকা কঙ্গনা রানাউত সোজাসাপ্টা কথা বলার কারণে অনেকেরই অপছন্দের মানুষ। শুধু তা-ই নয়, বলিউডে কাজ করছেন অথচ বলিউড নিয়েও কড়া কথা বলতে পিছপা হন না তিনি।

বলিউড প্রযোজক ও পরিচালক করণ জোহর থেকে শুরু করে অভিনেতা সালমান খান, শাহরুখ খান, অক্ষয় কুমার কাউকেই টার্গেট করে কটাক্ষ করতে ছাড়েন না কঙ্গনা। প্রায় দু’দশকের ক্যারিয়ারে বরাবরই নিজেকে ‘সেলফ-মেড’ স্টার হিসেবে উল্লেখ করেছেন।

আরও পড়ুন: ভারত জেহাদি দেশ হয়ে গেছে : কঙ্গনা

ভারতের হিমাচলের গ্রামের মেয়ে কঙ্গনা রানাউত পরিবারের অমতে গ্ল্যামার জগতে পা দিয়ে আজ কোটি কোটি রুপির মালিক। কিন্তু কঙ্গনার মা এখনো প্রতিদিন মাঠে চাষবাসের কাজ করেন। রোববার টুইটারে কঙ্গনার মা, আশা রানাউতের ছবি পোস্ট করে একজন লেখেন, ‘মেয়ে কোটিপতি হয়েও মা মাঠে চাষ করছেন, এমন ঘটনা সত্যিই বিরল’।

কঙ্গনা রানাউত সেই পোস্টের জবাবে লেখেন, দয়া করে এই ধরনের কথা বলবেন না। মনে রাখবেন, আমার মা কিন্তু আমার জন্য ধনী নন। আমার পরিবার যথেষ্ট সম্ভ্রান্ত, আমার পরিবারে কেউ রাজনৈতিক ব্যক্তিত্ব, কেউ আমলা, কেউ ব্যবসায়ী। আমার মা নিজে সরকারি স্কুলে ২৫ বছর শিক্ষকতা করেছেন। ফিল্ম ইন্ডাস্ট্রির মাফিয়াদের বোঝা উচিত আমার এই অ্যাটিটিউড কোথা থেকে আসে? কেন আমি নিম্নমানের কাজ করি না এবং কোনো বিয়ের অনুষ্ঠানে গিয়ে নাচি না।

আরও পড়ুন: বিবাহিত পুরুষ প্রেমের ফাঁদ পাতে, হৃতিককে খোঁচা দিলেন কঙ্গনা

কঙ্গনা রানাউত এরপর তার ইনস্টাগ্রাম স্টোরিতে মায়ের প্রশংসা করে লেখেন, আমার মা প্রতিদিন মাঠে ৭-৮ ঘণ্টা কাজ করেন। বাইরে খাওয়া পছন্দ করেন না, বিদেশ যাত্রা একদমই অপছন্দ। সিনেমার সেটে আসতেও ভালোবাসেন না এবং মুম্বাইয়ের আধুনিক জীবনযাত্রা মোটেও পছন্দ করেন না। এই অপছন্দের কাজগুলো করতে বাধ্য করার চেষ্টা করলে মায়ের কাছে প্রচণ্ড বকাঝকা খেতে হয়েছে।

আরও পড়ুন: টুইটারে ঝগড়ায় জড়ালেন কঙ্গনা-উরফি

এই অভিনেত্রী আরও লেখেন, ভিখারি মুভি-মাফিয়ারা, যারা অন্যের বিয়েতে দুটো পয়সার জন্য নাচে কিংবা আইটেম ড্যান্স করে, তারা কোনো দিন বুঝতে পারবে না টাকা-পয়সার বাইরে আসল চরিত্র ও আদর্শের মানুষ কেমন হয়। সেজন্য আমি কোনো দিন ওদের সম্মান করি না। ফিল্ম মাফিয়ারা ভাবে আমি নাক উঁচু করা মানুষ, আমার মা আমাকে শিখিয়েছে রুটি আর নুন খেয়ে বেঁচে থাকতে, অন্যের কাছে হাত পেতে নয়। এমন কোনো কাজ করা যায় না, যা আমার আদর্শ বা ধর্মের সঙ্গে খাপ খায় না।

সম্প্রতি টুইটার থেকে বিতাড়িত হওয়া কঙ্গনা আপতত ফিরে এসেছে মাইক্রো ব্লগিং সাইটে। আগামীতে এই অভিনেত্রীকে দেখা যাবে ‘এমার্জেন্সি’ সিনেমায়। এতে পরিচালকের ভূমিকায়ও রয়েছেন এই বলিউড ‘কুইন’।

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।